Wednesday, 24 November 2021

সনাতন ধর্ম সহজ করে ... ১


সনাতন ধর্ম সহজ করে ... ১


সনাতন ধর্ম কাকে বলে ? যা চিরন্তন, তাই সনাতন | অর্থাৎ, যে ধর্ম আগে ছিল, আজ আছে, পরেও থাকবে, তাই সনাতন ধর্ম | কিন্তু ধর্ম তো মানুষের তৈরি, তাই না ? তাহলে তা সনাতন হয় কেমন করে ?


ঠিকই বলেছেন | যে ধর্ম মানুষের তৈরি তা কখনই সনাতন হতে পারে না কারণ তার সৃষ্টি, স্থিতি ও বিনাশ আছে | তা প্রকৃত অর্থে অনাদি, অনন্ত, কোনটাই হতে পারে না | এই ধরণের পন্থাগুিকে বলা হয় পৌরুষেয় ধর্ম | কোনও এক পুরুষের দ্বারা এর সূচনা হয়েছে এবং সেই প্রবক্তাপুরুষ এই ধর্মের শ্রদ্ধাভক্তির বিশেষ পাত্র হয়ে থাকেন | যদি কোনওভাবে প্রমাণিত হয়ে যায় যে সে ব্যক্তি ভুঁয়ো, ঐতিহাসিক পুরুষই নন, তাহলে এই সব ধর্মের কেল্লা ফতে হয়ে যায় |


কিন্তু আর এক ধরণের ধর্মও হয় যা কোনও একজন পুরুষের সৃষ্টি নয় অথবা তাঁর বিশেষ ও একক আধ্যাত্মিক দর্শনের ফল নয় | বহু মানুষ যুগে যুগে সাধনার দ্বারা যে সকল আধ্যাত্মিক সত্য আবিষ্কার করেছেন, এই ধর্ম তারই সমাহার, অনেকটা বিজ্ঞানের মত | এই আবিষ্কর্তাদের ঋষি বলে অবিহিত করা হয়েছে | সনাতন ধর্ম এমনই ধর্ম |


সনাতন ধর্ম ব্রহ্মবিজ্ঞান | সনাতন ধর্ম বহু মানুষের সাধনালব্ধ আধ্যাত্মিক সংস্কৃতি, অগণিত ঋষির স্নায়ুতন্ত্রে পরিক্ষিত ও চেতনায় পরিলক্ষিত সত্যপোলব্ধির সমষ্টি | তাই সনাতন ধর্ম অপৌরুষেয় | বিজ্ঞান যেমন বহু গবেষকের আবিষ্কারের ফল ও তা কোনও এক বিশেষ বৈজ্ঞানিকের ঐতিহাসিক অস্তিত্বের ওপর নির্ভরশীল নয়, সনাতন ধর্মও তেমনি কোনও এক বিশেষ ঋষির ঐতিহাসিক অস্তিত্বের ওরর অপেক্ষমান নয় |


বিজ্ঞানের সত্যগুলি প্রাকৃতিক ও তার সত্যতা মানুষের আবিষ্কার, স্মরণ অথবা বিস্মরণের ওপর নির্ভর করে না | অনাবিষ্কৃত প্রাকৃতিক নিয়মগুলি ঠিক তেমনই সত্য যেমন সত্য আবিষ্কৃত নিয়মগুলি | একইভাবে বৈদিক অধ্যাত্ম সত্যগুলিও ঋষির আবিষ্কারের দ্বারা সত্যতা লাভ করে না | তা অনাবিষ্কৃত অবস্থাতেও একইভাবে সত্য | আবিষ্কারে শুধু তার প্রকাশ ঘটেছে মানুষের কাছে, এইমাত্র | এবং যে কোনও যুগে যে কোনও মানুষ সাধনার অনুশাসনগুলি যথাযথভাবে পালন করলেই এই অতিন্দ্রিয় সত্য উপলব্ধি করতে সমর্থ হবেন | যুগে যুগে হয়েওছেন | এ বিষয়ে পবিত্রতা ও মনঃসংযমই মাত্র অপরিহার্য স্নায়বিক বৃত্তি যার দ্বারা যে কেউ এই সত্য লাভ করতে পারেন |


তাই বিশেষ ব্যক্তিত্বের কাছেই ঈশ্বর তাঁর সত্যসমূহ ব্যক্ত করবেন, এমন কথা বৈদিক ধর্ম বলে না | সত্যের প্রশস্ত পথ সকলের জন্য সমানভাবে উন্মুক্ত | অতএব, এহেন সত্য সনাতন ও অপৌরেষয় | এই কারণেই বৈদিক ধর্মকে সনাতন ধর্ম বলে, শব্দগতভাবে যার আধুনিক অপভ্রষ্ট সংস্করণ হল হিন্দু ধর্ম |


লেখক : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment