Saturday 27 November 2021

ওঃ, কী তাণ্ডব !

ওঃ, কী তাণ্ডব !

-----------------


লাউডস্পিকারে আজ়ান্ দিলে মনঃসংযমের ব্যাঘাতহেতু কাজে ক্ষতি হয় কিন্তু আজ প্রতিবেশীর বাড়ী হতে ভয়ঙ্কর জোড়ে ঘন্টার পর ঘন্টা লাউডস্পিকারে যে হিন্দি চলচ্চিত্রের গান প্রচার হচ্ছে আনন্দ বিতরণের জন্য তাতে শারীরিক ক্ষতি হচ্ছে বলে বোধ করছি | ড্রাম বাজছে এত জোড়ে স্পিকারে যে আজ়ানের মানসিক ক্ষতিকেও তা ছাপিয়ে যাচ্ছে শরীরের ক্ষতি করে | যাঁরা হৃদরোগী তাঁদের কষ্টের কথা তো কল্পনাতীত | 


মেয়ের বিয়ে দেবেন, তো এ কি অসভ্যতা ? হিন্দুকে বলপূর্বক যেমন আজ়ান শোনানো হয় দিনে পাঁচবার, আজ তার থেকে অব্যাহতি পেয়েছি এই বিবাহরূপ আনন্দবিতরণের শব্দদূষণে | আজ কোনও আজ়ানের টু শব্দটি শুনতে পাইনি এযাবৎ, এমন তাণ্ডব বিবাহবাদীরা করছেন |


আছি ভাল শান্তির দেশে | ছেলেমেয়েদের লেখাপড়া নেই, আছে শুধু হইচই আর তমোগুণের অবিমিশ্র প্রসার |


এবার দেখছি শব্দটা বন্ধ হল একটু | বাঁচার চেষ্টা করে নি আমিও একটু এবার | বুকের কষ্টটা একটু কমুক |


লেখক : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment