চলো তবে বাংলাদেশে যাই
চলো তবে বাংলাদেশে যাই
------------------------------------
বাংলাদেশে মরণনৃত্য
নাচিছে করালবদনি |
চলো সেই মৃত্যুধামে যাই,
মাতৃগত প্রাণ যত |
হৃদয়ের রুধির বাহি,
আত্মবলিদানহেতু,
চলো সবে বীরবৃন্দ,
প্রাণ বিসর্জিবে যূপকাষ্ঠে
ভীষণ অরিখড়্গযোগে |
হেথায় শুধু অলস স্তুতি,
মৃত্যুরূপা কালীর গীতি,
গাহিতে সবাই পারে,
কার্যক্ষেত্রে নাহি |
রাতের অন্ধকারে
মহাবীরের পুণ্যক্রোড়ে
গুপ্তযোগে কুরান রাখে যারা --
তারাই হানে মৃত্যুবাণ,
তারাই জ্বালে মহাশ্মশান,
তারাই ভাঙে মাতৃমূর্তি,
মৃত্তিকার, রক্তমাংসের,
তারাই দেয় অকালবিসর্জন |
শৌর্য যদি থাকে চিতে,
চলো সবে বীরবৃন্দ,
বাংলাদেশে যাই |
হেথা কাব্যসুখ অনেক হল |
মৃত্যরূপা কালীর গাথা
কত কন্ঠে গীত হল |
কারো কিন্তু ইচ্ছা নাহি
নিজ মুণ্ডবলিদানে |
তাই, বৃথা বাক্য বলে বলে,
কালীর চিত্ত নাহি গলে,
কাপুরুষ ধার্য করেন তারে |
সিংহ যদি পারো হতে,
নরপুঙ্গব রুদ্রস্রোতে,
বাঙলাদেশে চলো দি পারি |
সেথা হিন্দুরক্তে স্নাত অরি,
ধ্বংস করে ত্বরা করি
আমাদেরই গোত্রকুল যত |
পারো বন্ধু, বাক্য রুধি,
তাহাদের রুধির দিতে,
শোণিতশূণ্য মৃত্যুমুখে যারা ?
পারো যদি গাও গাথা,
মৃত্যুরূপা কালীর গলে
আপন হস্তে দান করি মাথা |
বীর বলি তবে তোমায়
পারো যদি দিতে বলি
রিপুসমেত আপন মস্তক |
পারো তাহা ?
পারো যদি, চলো তবে
রুদ্রাকালীর রুদ্রপূজায়,
রুধির দিতে |
চলো তবে বাংলাদেশে যাই |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment