Saturday, 13 November 2021

সোনার বাংলা ... ১


সোনার বাংলা ... ১


বাংলাদেশে তো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নি | সেখানে হিন্দুরা গণনিধন, লুন্ঠন, ধর্ষণ ও অগ্নিদহনের শিকার হয়েছেন মুসলমানদের দ্বারা দেশজুড়ে পাশবিকভাবে | ব্যাপারটি পরিষ্কার হওয়া ভাল | এ তো একপাক্ষিক নির্যাতন, দাঙ্গা কোথায় ? হিন্দুর পবিত্র মন্দির, দূর্গামণ্ডপ ধ্বংস করা হয়েছে, দূর্গাপ্রতিমা ভেঙে ফেলে খালের জলে নির্মমভাবে মহাষ্টমিতেই নিক্ষেপ করা হয়েছে, হয়েছে অকালবিসর্জন | ঘরবাড়ী জ্বালিয়ে দিয়ে বেঘর করা হয়েছে আবালবৃদ্ধবনিতাকে রাতের অন্ধকারে | খেতখামারে রাত কাটাতে হয়েছে | দমকল, পুলিশ ও প্রশাসন নিষ্ক্রীয় ছিলেন হামলাকারীদের হামলার কালে | অতএব, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এই হিন্দুনিধনে রাষ্ট্রযন্ত্রের ও ক্ষমতাশীল রাজনৈতিক দল, বাংলাদেশের একচ্ছত্র অধিপতি আওয়ামি লীগের সংযোগ ছিল, অপঅবদানও ছিল তাই | এর দায় সরকার এড়িয়ে যেতে পারেন না যদিও দীর্ঘদীন তাঁরা তাই করে আসছেন | গত ন'বছরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি হিন্দুদের ওপর ৩৬৭৯টি নির্যাতন, নিপীড়নের ঘটনা নথিভুক্ত করেছেন যার কোনটিরই বিচারে নিষ্পত্তি হয়নি | নির্লজ্জতার পরাকাষ্ঠা শেখ হাসিনা সরকার এহেন অবস্থায় আন্তর্জাতিক মহলে দাবী করেন বাংলাদেশ আন্তর্ধামিক সম্প্রীতির এক নিদরর্শনস্থল বলে | অনৃতভাষণের এমন উদাহরণ এক আর এক ইসলামী দেশেই বিদ্যমান যার নাম সবারই জানা, পবিত্রস্থান, অর্থাৎ, পাকিস্তান |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র : সৌজন্যে, ইন্টারনেট

No comments:

Post a Comment