লক্ষণ শ্যেন
লক্ষণ শ্যেন
-------------
ঘাপটি মেরে বসে আছো,
মারবে কালে ছোবল |
রাষ্ট্র যদি সজাগ না রয়,
ভুগতে হবে কেবল ||
মুখের ওপর স্পষ্ট ফোটে
বিশ্বাস কোন বিষে |
ঠোঁটের কোনে বাঁকা হাসি
দিচ্ছে হদিস ইসে ||
যে দেশ তোমায় পালছে দুধে,
কদলী সংযোগে,
তারই করো বিনাশসাধন,
বিশেষ ধর্মরোগে ?
বাহবা ভাই, বুদ্ধি বটে,
পক্ক অভিনেতা |
তোমার চালচুলোতেই মালুম পড়ে
তুমি কোন মুলুকের ক্রেতা ||
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment