Friday 26 November 2021

হিন্দু রাষ্ট্র ... ১


হিন্দু রাষ্ট্র ... ১


ভারতের আজ আভ্যন্তরীণ বিপদ, আবার বহির্শক্তি থেকে বিপদ | এই সময়ে কী কাপুরুষতা সাজে? প্রতিটি স্বদেশপ্রেমীর আজ শক্তিমান হওয়া কর্তব্য | নইলে ধর্ম, আবরু, কিছুই বাঁচবে না | ভারতের সনাতন সংস্কৃতি ও ধর্ম সমূলে বিনষ্ট হবে যেমন হয়েই চলেছে সহস্রাধিক বছর ধরে | 


বিভাজিত ভারতবর্ষের রূপটা একবার দেখুন | হিন্দুর দেশ ভারত উপমহাদেশে হিন্দু বিধ্বস্ত, আক্রান্ত | যখন তখন আমরা দেখি হিন্দুহত্যা, হিন্দুর মন্দির ভাঙচুর, হিন্দু বালিকা, নারী নির্যাতিতা, হিন্দু ধর্মান্তরিত | কে দায়ী এর জন্য ? আততায়ী অবশ্যই, কিন্তু হিন্দুর আত্মঘাতি চরিত্রও এর জন্য সমানভাবে দায়ী | হিন্দু না জানে কে তার বন্ধু, না জানে কে তার শত্রু ; না জানে নিজধর্ম, না জানে বিদেশী বৈরী মনোভাবাপন্ন ধর্মের আকারধারী রাজনৈতিক মতগুলির নিগূঢ় মতলবগুলি | স্বেচ্ছায় যে নিঃশক্তি থাকে, কে তাকে বাঁচাবে ? সে তো নিজের চিতা নিজেই সাজিয়ে রেখেছে | মরণের অপেক্ষামাত্র, সৎকারের সুবন্দোবস্ত প্রস্তুত |


এরপরও ভবিষ্যদ্বাণী করছি -- হিন্দু এই রচনাটি পড়বে, তারপর ভয়ে সন্তর্পণে পাশ কাটিয়ে পালাবে | কিন্তু যাবে কোথা ? সোজা শ্মশাণ, যমের উন্মুক্ত দুয়ার | এখনও সময় আছে | জাগো, হিন্দু, জাগো !


লেখক : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment