Monday 29 November 2021

হায় হিন্দু ! তুমি নিজেরই শত্রু, পরের পরম মিত্র, স্বধর্মবিরোধী, আত্মঘাতী, দেশদ্রোহী |


হায় হিন্দু ! তুমি নিজেরই শত্রু, পরের পরম মিত্র, স্বধর্মবিরোধী, আত্মঘাতী, দেশদ্রোহী |

-------------------------------------------------


হিন্দুদের হিন্দু আর হিন্দুত্ববাদী, এই দুই ভাগে বিভাজিত করা অনুচিত | এতে হিন্দু সমাজ দুর্বল হয়ে পড়ে | যাঁরা এটি করছেন তাঁরা হয়ত সকলে জেনেবুঝে করছেন না, রাজনৈতিক প্রচারের স্বীকার হয়ে অজান্তে ফাঁদে পা দিচ্ছেন | প্রকারান্তরে এঁরাই বিভাজনের রাজনীতি করে ফেলছেন ও স্বদেশের ও স্বধর্মের ক্ষতিসাধন করছেন | হিন্দুসংহতির বিশেষ প্রয়োজন | এ সব হিন্দুবিদ্বেষী বৈরী বিধর্মীপ্রেমীদের থেকে সাবধান ! এঁদের কথায় কান দেবেন না |


আমি আজীবন হিন্দুধর্ম চর্চা করছি | তথাকথিত হিন্দুত্ববাদীদের সাথে আমার কোনও কোনও বিষয়ে মতদ্বৈধতা থাকতেই পারে, বৈচিত্রময় বিশাল হিন্দু ভাবধারায় তা থাকাটাই স্বাভাবিক, স্বাস্থকরও বটে, কিন্তু তা যদি বিভাজিত করে হিন্দু সমাজকে, তবে তা গর্হিত, বর্জনীয় |


ইসলাম ও খ্রীষ্ঠধর্মের আগ্রাসী ভূমিকা সম্বন্ধে স্বয়ং স্বামীজীই আমাদের সতর্ক করেছেন | তাঁর বাণী ও রচনা পড়লেই জানতে পারবেন যদি অনুধ্যানে দীর্ঘ মনঃসংযম থাকে | এখান থেকে, ওখান থেকে, এঁকে, ওঁকে জিজ্ঞাসা করে, ওয়াটস্যাপে মানুষকে প্রশ্ন করে এ সব জানতে পারবেন না | হিন্দুত্ববাদকে গালি না দিয়ে আগে স্বামীজী পড়ুন ভালভাবে, কুরান, হাদিস আর সিরাহ্ পড়ুন তারপর, তারপর বিচারে বসুন | না জেনে শুধু আন্দাজের ওপর ঢিল ছুঁড়বেন না | মূর্খের প্রলাপবাক্যে ইতিহাস রচিত হয় না, কিয়ৎ ব্যাহত হয় মাত্র কারণ আপনি ও আপনার নিষ্ফল কলরবও ঐ ইতিহাসেরই অন্তর্গত বিষয় |


হিন্দুদের বিরুদ্ধে কাজ না করে হিন্দুদের সহায় হ'ন | স্বামীজী এই বলেছেন, স্বামীজী ঐ বলেছেন না চীৎকার করে স্বামীজীর চিন্তাভাবনার অনুধ্যান করুন | এ কথা ভাববেন না যে হিন্দুুত্ববাদীরা স্বামীজীর বিরোধী পক্ষের লোক | তাঁরাও স্বামীজীরই দ্বারা অনুপ্রাণিত, তাঁকেই দিশারী করে এগিয়ে চলেছেন |


একনাথ রানাডের নাম শুনেছেন ? ঐ কন্যাকুমারিকার ভারত মহাসাগরবক্ষে যে 'বিবেকানন্দ রক টেম্পল'এ সেদিন প্রার্থনা করে এলেন, তাঁরই যন্ত্ররূপ প্রতিষ্ঠাতা তিনি, স্বামীজীর একনিষ্ঠ, বলিষ্ঠ ভক্তসেবক | তাঁর সংকলিত স্বামীজীর বাণী পড়বেন যেখানে স্বামীজীর স্বদেশবিষয়ক সমস্ত রচনা ও বাণী একত্রে ধরা আছে | রামকৃষ্ণ মিশনের বরিষ্ঠ সন্ন্যাসীরা তাঁকে অত্যন্ত স্নেহ করতেন | তাঁদের অকুন্ঠ প্রশংসার পাত্র ছিলেন তিনি, আশীর্বাদের আধার | এই একনাথ রানাডেও কিন্তু হিন্দুত্ববাদী ছিলেন, RSS এর উচ্চ পদাধিকারি, অকৃতদার সদস্য ছিলেন | তিনি ও তাঁর অগণিত হিন্দুত্ববাদী সহযোগীদের অক্লান্ত প্রচেষ্টায় ঐ 'বিবেকানন্দ রক টেম্পল' রচনা হয়েছিল ও তার বিশাল জনসেবামূলক কর্মকাণ্ড আজও সংঘটিত হয়ে চলেছে |


আপনিও তো হিন্দু | স্বামীজীর আদর্শে অনুপ্রাণিত বলে হয়ত দাবীও করেন | তা না হলে আর কোন হিসেবে হিন্দুত্ববাদীদের হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তোলেন ? কিন্তু ভেবে দেখুন তো একবার | আপনিও কি একনাথ রানাডের মত স্বামীজীর অবিস্মরণীয় সমুদ্রমন্থন কর্মটির স্মৃতিরক্ষাকল্পে জীবনপাত করেছেন কিনা ? স্বামীজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে অকৃতদার, একনিষ্ঠ সমাজসেবক রইলেন কিনা এযাবৎ ? যদি তা করে থাকেন তো অবশ্যই অনুভব করে থাকবেন যে এই সব মানুষগুলো আজীবন হিন্দুধর্ম সম্বন্ধে বৃথা বাগাড়ম্বর না করে, আস্ফালন না করে কাজ করে গেছেন আপনার, আমার সুরক্ষার জন্য, হিন্দু সমাজকে বিনাশ হতে রক্ষা করার জন্য | তাই আমরা আজও বেঁচে আছি | তাই আজও আপনি যথার্থ হিন্দুস্বার্থরক্ষাকারিদের গালি দিতে পারছেন কারণ এঁদের কল্যাণে গালি দেবার জন্যও আজও বেঁচে আছেন, বিধর্মীর নরবলির স্বীকার হননি |


আর একটি কথা | রামকৃষ্ণ মিশনেই স্বামীজী সীমাবদ্ধ নন | মিশনকে স্বামীজী রাজনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকতে নির্দেশ দিয়ে গেছেন | তাঁরাও তাই স্বামীজীর অরাজনৈতিক দিকটি নিয়ে যুগস্থাপনা করে চলেছেন | কিন্তু তাতেই তো অবতারের কাজ ফুরোয় না | শিষ্টের পালন, দুষ্টের দমন ও যুগধর্মসংস্থাপনে তাই রাজনৈতিক কর্মেরও প্রয়োজন আছে যা হিন্দুত্ববাদীরা করার প্রচেষ্টা করছেন | তাঁরা হিন্দুর বন্ধু, হিন্দু সমাজকে বিনাশ হতে রক্ষা করাই তাঁদের ব্রত | তাঁদের কাজে সাহায্য করার মহানুভবতা যদি না থাকে তো তাঁদের ক্ষতিসাধন না করে নিজজীবনে মনোনিবেশ করুন | এতেও কল্যাণ |


ভারতবর্ষের ইতিহাসে মুসলমান আক্রমণকারীদের যে অত্যাচারী ভূমিকা, তা Will Durant এর লেখা 'The Story of Civilization' পড়লেই জানতে পারবেন |


'The Mohammadan conquest of India is probably the bloodiest story in history. It is a discouraging tale, for its evident moral is that civilization is a precarious thing, whose delicate complex of order and liberty, culture and peace may at any time be overthrown by barbarians invading from without or multiplying within.' -- Will Durant


দীর্ঘ ১৩০০ বছরের হিন্দুনিধন, হিন্দুকে বলপূর্বক ইসলামে ধর্মান্তকরণ, হিন্দুর দেবস্থল ধ্বংস, সংস্কৃতির বিনাশ, হিন্দুনারীর শ্লীলতাহানি, বলাৎকার, হারেমে যৌনদাসীরূপে নিক্ষেপ, পরিশেষে দেশভাগ, তৎপশ্চাৎ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও কাশ্মীরে হিন্দুনির্যাতন -- এত কিছু হওয়া সত্ত্বেও যদি চোখ না ফোটে তো 'সমুখে শান্তি পারাবার' | শান্তির ধর্ম তার পরম শান্তি বিস্তারে কিন্তু ১৪০০ বছর একইভাবে লেগে আছে, একইভাবে এগিয়ে চলেছে | সেই শান্তিলাভের জন্য প্রস্তুত হ'ন | তখন কিন্তু এই হিন্দুত্ববাদীদেরই প্রয়োজন হবে | আজ বিরোধীতা করে তাঁদের দুর্বল করলে কাল তাঁদের সাহায্য পাবেন না | আর যদি বলেন রাজনীতি করছেন তাঁরা, তাঁরা ভণ্ড প্রতারক, তবে আপনি নিজে বলিষ্ঠ হিন্দু হয়ে প্রাণপাত করুন ইসলামের জিহাদ আটকাতে | আমরা আপনার নবহিন্দুত্ববাদের অনুগামী হব | 


মূল কথা, কুরান পড়ুন, হাদিস পড়ুন, সিরাহ্ পড়ুন | সব জানতে পারবেন | তার আগে অন্য জ্ঞানের সহস্র চর্চরি করলেও লবডঙ্কা হবে ইসলামের মূল নীতি জানার ব্যাপারে | এখনও সময় আছে, জাগুন, নইলে বিনাশ অনিবার্য |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment