Sunday 7 November 2021

সংগ্রাম সিংহ ... ৫


সংগ্রাম সিংহ ... ৫

------------------------


এই বিরাট সৃষ্টির সহজ সমাধান সাধারণে করে সৃষ্টিকর্তার কল্পনা করে | শুধু সাধারণে নয় সে অর্থে | যাঁদের আমরা অলোকসামান্য প্রতিভারূপে গণ্য করে থাকি, সেই সব মানুষও অনেকেই এই ভাব পোষণ করেন তাঁদের গভীর মননের দ্বারা প্রবুদ্ধ হয়ে | আর এক আছেন ঋষিকুল | তাঁরা তাঁদের ধ্যানে, সমাধিতে সৃষ্টিকর্তাকে প্রত্যক্ষ করেন ও বাণীরূপে তাঁর মহিমা প্রকাশ করেন | কিন্তু এমনও বহু আছেন যাঁরা বিদ্বজ্জন, বৈজ্ঞানিক, চিন্তাবিদ, দার্শনিক, যাঁরা সৃষ্টিকর্তার অস্তিত্বে অবিশ্বাসী যেমন ফরাসী গণিতজ্ঞ অঁরি লাপলাস | এই সকলের সমষ্টি মানবসমাজ | আণুমানিক ৭৯০ কোটি মানুষের মাঝে আজ ৫০ কোটি নাস্তিক এবং এ সংখ্যা বাড়ছে দিন দিন | আন্তর্ধার্মিক সংঘর্ষ যেমন আবহমানকাল হতে চলে আসছে, বর্ধমান বিজ্ঞানমনস্কতাও তার বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত আজ | আলো আর অন্ধকারের এই সংঘর্ষে জগতবাসী কোন দিকে যায় তাই আজ বিচার্য | বিবর্তনের চক্র ঘুর্ণায়মান | কিন্তু কোন দিকে ?


বিস্ময়বোধ ও জিজ্ঞাসা মানুষের সহজাত কারণ মানুষ তিন্তাশীল প্রাণী | ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় শুধু গ্রহণেই সে ক্ষান্ত নয়, তার বিশ্লেষণে সে নিত্য নিয়োজিত | আদিম, বর্বর যুগ হতে এই চিন্তাশীলতা তার অগ্রগতির কারণ, তার দ্রুত বিবর্তনের মূল কারণ | মানুষের মস্তিষ্কে ও স্নায়ুতন্ত্রে এমন কিছু উপাদান আছে যা তার চলার পথকে আলোকিত করে এসেছে এযাবৎ, তার বিশ্ববোধ ও আত্মবোধকে জাগ্রত করেছে | কিন্তু বিবর্তনের পথ সুগম হয়নি কোনকালেই, আজও হচ্ছে না তা কারণ মনুষ্যসমাজের ভৌগলিক, সাংস্কৃতিক ও জেনেটিক বৈচিত্র সমভাবে সর্ব মানুষকে বিবর্তিত হতে দেয় না | এই অসম উপস্থিত সম্ভাবনা মনুষ্যসমাজে অসম বুদ্ধি ও বোধের সৃষ্টি করে যা হতে সংঘাতের সৃষ্টি হয় | ইতিহাসের ও সংস্কৃতির ধারাবাহিকতার দ্বারা তা দশকের পর দশক, শতাবদির পর শতাব্দি চলতেই থাকে ও জগতে সেই হেতু জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে, রাজনৈতিক দর্শনে দর্শনে সংঘর্ষ, সংঘাত, যুদ্ধ ও শান্তির দ্বন্দময় প্রবাহ চলতেই থাকে | আর এরই মধ্য দিয়ে, সভ্যতার সার্সীর ফাঁক দিয়ে এসে পড়ে জ্ঞানের আলোক যার দীপ্তিতে মানবসমাজ একটু একটু করে অগ্রগতির পথে চলতে থাকে | এরই নাম মানুষের ইতিহাস, the ascending spiral of historical flow.


ইয়োরোপে খ্রীষ্ঠধর্মের আভ্যন্তরীণ ভয়াবহ সাম্প্রদায়িক আন্তর্সংঘর্ষ ও উন্মেষোন্মুখ আধুনিক বিজ্ঞানকে ক্যাথলিক চার্চ দ্বারা ভয়ঙ্করভাবে অঙ্কুরে বিনষ্ট করার প্রচেষ্টার মধ্যেই রেনেসাঁস ও আলোকপ্রাপ্তির জন্ম যে চিন্তাধারার ক্রমবর্ধমান প্রবাহ ভীষণ রূপ ধারণ করে পরিশেষে ফরাসী বিপ্লবে যার ফলশ্রুতি আধুনিক যুগের বিজ্ঞানমনস্ক ইয়োরোপীয় সভ্যতা |পাশ্চাত্য সভ্যতা ও তার সারা বিশ্বে প্রভাব আজ যা, তা এই ভীষণ রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে কয়েক শতাব্দি ধরে সম্ভব হয়েছে | আজ সেই সংঘাত মাত্র স্থান পরিবর্তন করেছে | খ্রীষ্ঠধর্ম আজ আর আধুনিকিকরণের অপেক্ষা রাখে না | তার আধুনিকিকরণ ঘটে গেছে | এবার কেন্দ্র ইসলাম ও ইসলামী পরিবর্তনবিরোধী ধর্মীয় সূত্র ও সংস্কৃতি | এই নিয়েই বিশ্বজুড়ে আজ ঘোর সংঘাত, Samuel P. Huntingtonএর ভাষায় 'The Clash of Civilisations'. কিন্তু বিবর্তনের গতি রোখে কে ? প্রতিনিয়ত প্রতিহত হলেও মুসলমান সমাজে প্রগতির পথে | পরিবর্তনের পথে এই অগ্রগতি অপ্রতিরোধ্য |


আজ মানবতাবাদ, নাস্তিক্যবাদ ইত্যাদি ভাবাদর্শ ও তৎপ্রণোদিত ভাবান্দোলনগুলি ইসলামের অচলায়তনে ঠিক একই ভাবে আঘাত করছে যেভাবে একদা যুক্তিবাদ ও বিজ্ঞান খ্রীষ্ঠধর্মকে আঘাত করেছিল ও তাকে তার রাজনৈতিক ও বৌদ্ধিক অটল, অচল, সুমেরুবৎ সিংহাসন থেকে চ্যূত করেছিল | ইয়োরোপ সেদিন মুক্তি পেয়েছিল আর আজ বিশ্বজুড়ে নানা ইসলামী দেশ তার থেকে মুক্তি পাওয়ার সাধনায় ও সংগ্রামে নেমেছে | হাজার হাজার প্রাক্তন মুসলমান এই সংগ্রামের পুরোভাগে নেতৃত্ব দিচ্ছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে | প্রতিনিয়ত মৃত্যুর সম্ভাবনা, প্রতিনিয়ত মুক্তির সংগ্রাম | আদর্শের, মানবতার, সৌভ্রাত্বের এই সংগ্রামের শেষ ফল কি তা জানা নেই তাঁদের কিন্তু ইতিহাসের সাক্ষ্য মেনে এগিয়ে চলেছেন সভ্যতার মশাল হাতে বিশ্বের শ্রেষ্ঠ সাহসী যুবক যুবতী দলে দলে | জয় হ'ক তাঁদের ! মনুষ্যত্বের জয় হ'ক !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment