Wednesday 17 November 2021

বারোটা বাজাচ্ছে বিজ্ঞাপন 

বারোটা বাজাচ্ছে বিজ্ঞাপন 

------------------------------------


বাণিজ্যিক বিজ্ঞাপন ভয়ানকভাবে মানুষের মনঃসংযম ও চরিত্র দুর্বল করছে | একা আর কত লিখব সারাদিন ? একটু আপনারাও জাগুন, লিখুন, সোচ্চার হন পৌরুষদৃপ্ত কন্ঠে |


ধনতন্ত্রই সমাজের সর্বশেষ কথা নয় | ধনতন্ত্র স্বার্থে বদ্ধ, ইন্দ্রিয়পরায়ণতার ঘুণ ধরা এক ব্যবসায়িক ব্যবস্থা | আর ব্যবসা কিছু বাস্তববেদান্ত নয় যে সর্বতোভাবে গ্রহণীয় যদি না তা একান্ত জনস্বার্থে সংঘটিত হয় |


পার্থিব জীবন অপরিহার্য এই জড়জগতে কিন্তু তার অর্থ শুধু ইন্দ্রিয়ের দাসত্ব নয় | ভোগের প্রয়োজন আছে কিন্তু তা দুর্বলতায় পর্যবসিত হবে কেন ? স্বামীজী বলতেন, "গেরস্ত হবি বলে কি কামের জালা হতে হবে ?"


দরিদ্র তৈরী করে দান অর্থহীন | দারিদ্রের উৎস যে প্রাকৃতিক ও আধ্যাত্মিক তত্ত্ব সম্বন্ধে অজ্ঞানতা, তার দূরীকরণেই দারিদ্র দূরীকরণ সম্ভব | ধনতন্ত্র যেমনটি এ যাবৎ আছে, তা এর পরিপন্থী |


সবচেয়ে ক্ষতিকারক এই চরিত্র হননকারী বিজ্ঞাপন যার প্রসার সমাজের প্রথিতযশা নারীপুরুষের সহযোগিতায় বর্ধিতগতিতে হয়ে চলেছে কারণ এঁরাও শিল্পপতিদের ন্যায় তৃতীয় রিপুর বশ | সমাজের সর্বনাশ সাধন করছে অসংস্কৃত বিজ্ঞাপন ও তার পৃষ্ঠপোষকের দল -- স্বার্থান্বেষী, স্বল্পধী, সুযোগসন্ধানী, লোভী, অসংস্কৃত শিল্পপতিকুল যার প্রতিকার অবিলম্বে প্রয়োজন |


সমাজ ঘোরতরভাবে বিপথগামী | সংস্কার প্রয়োজন | কে করবে -- আপনি না আমি ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment