Saturday 6 November 2021

সংগ্রাম সিংহ ... ৪


সংগ্রাম সিংহ ... ৪

------------------------


🕉 এই বাচ্চা মেয়েটিকে দেখুন | ইনি ঘুরিয়ে ঘুরিয়ে, ইনিয়ে বিনিয়ে কথা বলতেন না | ইনি কাউকে ভয় পেতেন না | সুদূর ইংলণ্ড থেকে গুরুর স্বদেশপ্রেমের আকর্ষণে এসেছিলেন আমাদের দেশে, এ দেশকে উদ্ধার করতে ধ্বংসের মুখ হতে, হিন্দু জাতির উত্থানকল্পে |


আজ এক বাঙালী গেরুয়াধারীর বাংলাদেশে সংঘটিত হিন্দু নিধনযজ্ঞের বিষয়ে বাঁকা বক্তব্য শুনতে শুনতে ক্ষোভে, দুঃখে উৎক্ষিপ্ত বোধ করে এই প্রবন্ধটি লিখতে বসলাম | শাস্ত্রবাক্যের বড় বড় কথা দিয়ে নিজের কাপুরুষতা ও নির্দয় উদাসীনতা তিনি ঢাকতে ব্যস্ত | কত কথা -- উপনিষদ, ধর্ম, প্রকৃতি, ক্রিয়া, প্রতিক্রিয়া ইত্যাদি বলে, যাকে বলে 'beating about the bush' করতে লাগলেন কিন্তু মূল বিষয়ে বললেন না ক্রমান্বয়ে মূল তত্ত্বে দর্শকের দৃষ্টি আকর্ষণ করার ভান করে | এই সকল 'সাধু' হিন্দুদের জাগ্রত চেতনাকে ঘুম পাড়িয়ে দেওয়ার কাজে পারঙ্গম | এঁদের স্বামীজীর অনুগামী বলা চলে না | এঁরা মান-যশ-খ্যাতির অভিলাশী, লোকমান্যে বশীভূত নিজেরাই -- হিন্দুসমাজকে ব্রহ্মবাক্য শোনাতে সিদ্ধ কিন্তু আত্মরক্ষা কিভাবে করা উচিত তা আলোচনারও সাহস রাখেন না |


মার্গারেট এলিজাবেথ নোবল্ নিবেদিতা হলেন আর আমরা স্বদেশবাসী হলাম বিশ্বভ্রাতৃত্বের ভণ্ড প্রতিভূ | সন্ন্যাসীর অবিদ্যামায়া অবলম্বন করা অনুচিত, অনৃতভাষণ বিষবৎ বর্জনীয় | কিন্তু হিন্দুসমাজকে ক্লীবতাপ্রাপ্ত করার সর্ব প্রচেষ্টা তাঁদের এই সকল তথাকথিত ঔপনিষদিক ঔদার্যে বিদ্যমান | হিন্দুকে উপনিষদ না বলে এঁদের বাংলাদেশে ওয়াজ্ মেহফিলে দাঁড়িয়ে তা বলা উচিত | তবে বুঝি কেমন নির্ভীক সন্ন্যাসী যিনি বিরজাহোম করে নিজসৎকার নিজহস্তে করেছেন আত্মারূপে প্রতিষ্ঠিত হবেন বলে |


স্বামীজীর প্রাণ চলে গেল দেশবাসীর এই স্বার্থপর কাপুরুষতা দূর করতে করতে | কতদূর লজ্জা হওয়া উচিত আমাদের যে আজও স্বদেশমন্ত্রের আহ্বানে আমরা এতটুকু সারা দিতে পারলাম না | যেমন কাপুরুষ ছিলাম স্বামীজীর কালে, তেমনি রয়ে গেলাম আজও | আর এই কাপুরুষতার সম্মুখযাত্রায় সেনাপতি নির্বাচন করলাম অনুরূপ সব কাপুরুষ 'সন্ন্যাসী'দের | এই না হলে স্বামীজী শেষে স্বদেশজাগরণের জন্য একজন নারীকে নির্বাচন করলেন ? আমাদের তিনি নানা আখ্যায় ভূষিত করেছেন যথোচিতভাবে যা মোটেই আমাদের পক্ষে বীরত্বব্যঞ্জক নয় | 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা'য় পড়ে নেবেন | 


বাংলাদেশে মুসলমানের হাতে ক্রমান্বয়ে হিন্দুকন্যার ও নারীর গণবলাৎকার, হিন্দুর গণহত্যা ও হিন্দু দেবদেবীবিগ্রহ ও মন্দিরের ধ্বংস দেখে যে হিন্দু সন্ন্যাসীকুল আত্মার সাফাই গান তাঁদের জিজ্ঞাসা করি তাঁদের আশ্রমে মুসলমান মৌলবাদীরা আক্রমণ করলে তাঁরা কি আত্মার দোহাই দেন, আত্মশক্তির ওপর শুধু নির্ভর করে পড়ে থাকেন না পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হন ? তখন তাঁরা যদি নিষ্ক্রিয় থাকেন আপনাদের এই বলে যে আপনারা তো সর্বত্যাগী আত্মস্বরূপ ব্রহ্মসত্তা, আপনাদের আবার আক্রান্ত হওয়ার অর্থ কি, প্রশাসনিক সুরক্ষারই বা প্রয়োজন কেন, তখন কি বলবেন তাঁদের ? ঔপনিষদিক অতীন্দ্রিয়বাদ ? বিশ্বভ্রাতৃত্ব ? বসুধৈব কুটুম্বটকম্এর বাণী ? 🕉 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment