ঠাকুর-স্বামীজীকে গালি দিল তো কার কি ? Nilanjana Chakraborty প্রতিবাদ করতে গিয়ে গালি খেলেন তো কার কি ?
ঠাকুর-স্বামীজীকে গালি দিল তো কার কি ? Nilanjana Chakraborty প্রতিবাদ করতে গিয়ে গালি খেলেন তো কার কি ?
-----------------------------------------------------------------------------
শ্রীরামকৃষ্ণ ও স্বামীজীর নামে অকথ্য ভাষায় গালিগালাজ ও নোংরা নোংরা morphed ছবি পোস্ট করছেন কিছু দুষ্ট মানুষ যার প্রতিবাদ করতে গিয়ে নীলাঞ্জনা চক্রবর্তীকে অশ্রাব্য গালাগাল খেতে হয়েছে | আমার প্রোফাইলে যখন এরকম সব ছবি মন্তব্যস্থানে (comment sectionএ) করছিলেন এই দলের এক সদস্য, আমি সে সব ছবি delete করে দিয়েছিলাম ও সেই ব্যক্তিকে সৌজন্যশীল ব্যবহার ও যুক্তিপ্রদর্শনের দ্বারা নিরস্ত করেছিলাম | কিন্তু নীলাঞ্জনা যখন নিগৃহীতা হলেন, তখন তাঁর ফেসবুকের বন্ধুবান্ধদের বলা সত্তেও কেউ ওঁর সাথে তাঁদের প্রতিহত করতে এগিয়ে এলেন না | আমিও কয়েকজন বিশিষ্ট রামকৃষ্ণ ভক্তকে এ বিষয়ে অবহিত করি কিন্তু সকলেই নিশ্চুপ রইলেন | প্রশ্ন উঠতে পারে যে আমি কি করলাম এ বিষয়ে | পূর্বেই তা উল্লেখ করেছি | দিবারাত্র পরিশ্রম করে চলেছি হিন্দু তথা দেশের উত্থানকল্পে বহু বছর এই গণমাধ্যমেই | অতএব, ঐ কুযুক্তি থাক |
এখন বক্তব্য হল এই যে নীলাঞ্জনার আশা করি ভুল ভেঙেছে তার ফেসবুকের বন্ধুবান্ধবের বীরত্ব, সচেতনতা, স্বজাতি-স্বধর্মপ্রেম ও ন্যূনতম বন্ধুপ্রীতির যথার্থতায় | তাঁকে আহ্বান করছি বীরাঙ্গনার ন্যায় যুদ্ধ করতে একাই ঠিক গতকাল যেমন তিনি করেছেন | উনি নিজের এককশক্তি সম্বন্ধে গতকাল সচেতন হয়েছেন | যেভাবে একাকিনী একজন নারী লড়লেন ঠাকুর-স্বামীজীর সম্মানরক্ষার্থে ও যেভাবে আহ্বান করা সত্তেও কেউ ওঁর পাশে দাঁড়ালেন না, তা থেকে উনি অন্ততঃ বুঝে নিয়েছেন আশা করি কার বান্ধবপ্রীতি, সচেতনতা, সততা ও স্বধর্মপ্রীতি কতদূর | বাংলাদেশে যখন মুসলমানের হাতে হিন্দু মরেন, ধর্ষিতা হন ও প্রজ্বলিত গৃহ হতে বিতাড়িত হয়ে মাঠেঘাটে রাত কাটাতে বাধ্য হন, তখন এ দেশের হিন্দুরা কেন মৌন থাকেন, কারো গায় আঁচটি কেন লাগে না এর কারণ গতকালের সমগোত্রিয়ের উদাসীনতায় জলের ন্যায় পরিষ্কার আজ নীলাঞ্জনার |
জয় নীলাঞ্জনা ! জয় কোটি কাপুরুষের মাঝে ঠাকুর-স্বামীজীর একটি বীরাঙ্গনা কন্যার জয় !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment