Monday 29 November 2021

কথামৃত অন্য আলোয় ... ৩


কথামৃত অন্য আলোয় ... ৩


কে বলে ঠাকুর মূর্তিপূজারী ছিলেন ? তিনি চিন্ময়ী আদ্যাশক্তির, মহাকালের সাথে রমণরতা মা কালীর ভক্তসন্তান ছিলেন | তাঁর সম্বন্ধে ভক্তচিতে স্থীত অধিকাংশ ধারণাই ভ্রান্ত |


ঠাকুরের মা কালী হলেন চৈতন্যঘনবিগ্রহ | সেই অনন্তবিলাসিনীর চিন্তা করতে করতে তিনি তন্ময় হয়ে গিয়েছিলেন, মাতৃচেতনায় মাতৃময়, স্বয়ং মা হয়ে গিয়েছিলেন | কালী ঐ রামকৃষ্ণ শরীর গড়ে সেই শরীরে বিলাস করলেন, এমনই স্বামীজী বলেছেন |


জগৎকল্যাণে অবতরণ মায়ের যুগস্থাপনার জন্য | এ নিগূঢ় তত্ত্ব, সাধারণে বোধগম্য নয় | আপাত সরল গদাধর জগৎপ্রপঞ্চের কার্যকারিতার গভীর পর্যবেক্ষণকারি মহা ব্রহ্মবৈজ্ঞানিক | তিনি কিছু মাটির অবয়বে আবদ্ধ নিরক্ষর মূর্খ নন | তিনি মহা ধীশক্তিসম্পন্ন মহাপুরুষ, নরকুলশ্রেষ্ঠ তত্ত্বজ্ঞ | তিনি কেন মাটি দেখবেন ব্রহ্মপ্রকাশ বিগ্রহকে ? মাটি দেখেন কুমোর সর্বত্র, চিন্ময়কেও মৃন্ময় দেখেন | আমরা সাধারণে সেই কুমোর | 'শুক্রবার গরুর গাড়ি বোঝাই করে কলসি হাঁড়ি নিয়ে' ভোগের সংসার পাততে পারি দি |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র : Vraja Mohana এর প্রতি সৌজন্য স্বীকার |

No comments:

Post a Comment