Friday, 19 November 2021

মোটের ওপর মোটা কথা ... ১


মোটের ওপর মোটা কথা ... ১


আমি আগে ফেসবুকে ইংরেজিতে লিখতাম আমার কম্পিউটারে বাংলা বরফের ব্যবস্থা না করতে পারার জন্য | আমায় বাংলায় লিখতে অনুরোধ করলেন অনেকে, তাই মাতৃভাষায় লেখা শুরু করলাম কারণ এতদিনে মোবাইল ফোনের মাধ্যমটি অভ্যাস করে নিতে পেরেছি | মোবাইল ফোনে বাংলা হরফ আছে | তাই অসুবিধে আর নেই | এখন আর এক বিপত্তি হল | ভাষা নাকি আমার কঠিন, প্রায় দুর্বোধ্য | বেশ, মেনে নিলাম | এবার সরল ভাষায় বলব যা বলার | কারোর আর অসুবিধা হবে না বুঝতে |


লেখক : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment