Sunday, 21 November 2021

অন্তর্প্রদেশের নাম শুনেছেন ? ৩৩ তম রাজ্য মহাভারতের |


অন্তর্প্রদেশের নাম শুনেছেন ? ৩৩ তম রাজ্য মহাভারতের |

------------------------------------------------


অন্ধ্রপ্রদেশের নাম শুনেছেন কিন্তু অন্তর্প্রদেশের নাম শুনেছেন কি ? ওটি আছে মহাভারতবর্ষে নিহিত আর একটি প্রদেশ | ৩৩ তম রাজ্য মহাভারতের | খঁজুন, পাবেন | ওটিই মহাভারতের আসল প্রদেশ, মহাভারতের আসল রাজধানী | ঐখানে ঋষিমুনিরা থাকেন | ঠাকুর-মা- স্বামীজী-রাজামহারাজ সব ঐখানে থাকেন |


ভারতের এই আসল রাজধানীতে দেখবেন যেন কোনও বিধর্মী হানা না দেয় | তাঁকে রক্ষা করুন | সনাতন ধর্মের সুরক্ষায় যত্নবান, যত্নবতী হ'ন | দুর্বলতা দূর করুন | কাপুরুষতাকে আধ্যাত্মিক সহনশীলতা ভেবে ভুল করবেন না | রুখে দাড়ান স্বধর্মের রক্ষার্থে |


অন্তর্প্রদেশকে নির্বিঘ্নে থাকতে দিন জগত উদ্ধারকল্পে তপস্যায় | আপনারাও ছুটিতে এই নতুন প্রদেশ যার হদিস দিলাম, সেখানে ঘুরে আসুন | কল্যাণ হবে | সকলে এবার তাহলে টিকিট কাটুন নতুন প্রদেশের নতুন রেলপথের নতুন রেলযানের আগে থেকেই | এখনও ভীড় নেই | প্রচুর টিকিটের যোগান | ট্রেন প্রায় ফাঁকা | অনায়াসে জানালার ধারে সুন্দর বসার স্থান পাবেন | দেরী করবেন না | যাত্রার আয়োজন করুন | অন্তর্প্রদেশ ডাকছে |


লেখক : সুগত বসু (Sugata Bose)


পুনশ্চ : মনে রাখবেন, আপনাদের কাছে অন্তর্প্রদেশ ভারতবর্ষের নতুন রাজ্য হলেও এটিই ভারতবর্ষের প্রাচীনতম প্রদেশ, সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ আদি পীঠস্থান, অন্তিম পীঠস্থানও বটে |

No comments:

Post a Comment