Wednesday 17 November 2021

প্রার্থনা


প্রার্থনা


সকলের কল্যাণ হ'ক |

বিশ্বে শান্তি বিরাজ করুক |

মায়ের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হ'ক |

স্বামীজী শক্তি প্রদান করুন দুর্বলকে |

ঠাকুর সহায় হ'ন অসহায়ের |

বুদ্ধিজীবী বোধজীবী হ'ন, হৃদয়জীবী হ'ন, মানুষ হ'ন |

ব্যবসায়ী সৎ হ'ন |

ব্যবসায়ী সৎ হ'ন |

প্রশাসন জনকল্যাণে নিয়োজিত হ'ন |

রাজনেতানেত্রী পদের লোভ ছেড়ে স্বদেশকে ভালবাসুন |

নির্বাচন রক্তস্নাত রণক্ষেত্র না হ'ক |

মানুষ পরিবেশসচেতন হ'ন |

বিজ্ঞানমনস্ক হ'ন |

বিদ্যাচর্চা করুন |

দিনের খানিকটা সময় অন্তর্মুখীন হ'ন |

স্বাস্থসচেতন হ'ন |

জপ করুন, ধ্যান করুন কিন্তু মদিরাসেবন করবেন না |

হিন্দু, গোমাংস ভক্ষণ কোনক্রমেই করবেন না |

কথামৃত, গীতা, উপনিষদাদি শাস্ত্রপাঠ করুন |

শান্তির চর্চা করুন |

ঠাকুর সকলের মঙ্গল করুন |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment