Saturday 13 November 2021

যত মত, তত পথ -- বিতর্কের মুখে রামকৃষ্ণ মিশন  ... ৭




যত মত, তত পথ -- বিতর্কের মুখে রামকৃষ্ণ মিশন  ... ৭


রামকৃষ্ণ মিশন সর্বধর্মসমন্বয়ের বাণী প্রচার করছেন বটে কিন্তু তা মুসলমান ও খ্রীষ্ঠানের বোধগম্য হচ্ছে না | পাকিস্তান, সৌদি আরব ও ভ্যাটিকান সিটিতে রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র খোলা তাই এই মুহূর্তে একান্ত আবশ্যক | এটিই হবে যুগাবতারের অনুগামীদের যথার্থ যুগধর্মপালনে অন্যতম পদক্ষেপগ্রহণ |


হিন্দুকে ধরে ধরে শুধু সর্বধর্মসমন্বয়ের বাণী বারংবার শোনানো তো অনেক হল | কিন্তু সর্বধর্মের অনুগামীরা তা তো মোটেই গ্রহণ করলেন না | খ্রীষ্ঠধর্মাবলম্বী ও ইসলামপন্থী মুষ্টিমেয় মানুষ এই সুমহান বার্তা শুনলেন ও একরকম গরগ্রহণ করলেন কারণ তাঁরা একদিকে যেমন কেউই উচ্চকন্ঠে এ কথা বললেন না যে শ্রীরামকৃষ্ণের সর্বমতকে স্বীকৃতিদান খ্রীষ্ঠধর্ম ও ইসলামবিরোধী এবং বাইবেল ও কুর'আনের শিক্ষা অনুযায়ী বর্জনীয়, তেমনি এও বললেন না যে স্বধর্মের তত্ত্বকে ও স্বশাস্ত্রের অনুশাসনকে সংকীর্ণ ও ভ্রান্তজ্ঞানে তাঁরা বর্জন করেছেন শ্রীরামকৃষ্ণের বিশ্বজনীন সনাতন ধর্মোপলব্ধির আলোকে | অর্থাৎ, যদিও রামকৃষ্ণ মিশন এ কথা বলে থাকেন যে তাঁদের সাধু ও ভক্তশিষ্যদের মধ্যে সকল ধর্মের অনুগামীই আছেন, তবুও তাঁদের তথাকথিত মুসলমান সাধু ও ভক্তশিষ্যদের মুখে কিন্তু এ কথা শোনা যায় না যে তাঁরা তাঁদের নবীর নির্দেশ ও আল্লাহ'র আদেশ আর মানেন না | তাঁরা তাহলে দ্বিচারিতা করছেন ধর্মপালন নিয়ে যা ধার্মিক হওয়ার মোটেই লক্ষণ নয় |


যাই হক | কথা বাঁক নেবার আগে মূল ধারায় ফেরা যাক | দেশবিভাগের অব্যবহিত পরেই করাচি রামকৃষ্ণ মিশন শাখায় বৎসরকাল ধরে ইসলামী হামলা চলতে থাকে যার ফলে ভারপ্রাপ্ত মহন্ত স্বামী রঙ্গনাথানন্দজী করাচির পাঠ চুকিয়ে বিভাজিত ভারতভূখণ্ডে ফিরে আসেন | পাকিস্তানের প্রচারপালা এখানেই শেষ হয়ে যায় | নবী মুহম্মদের গাজ়ওয়া-এ-হিন্দের ১২৪০ বর্ষব্যাপী (৭০৭ -- ১৯৪৭) ভারতে জিহাদের আর একটি জয় হয়, এবার শান্তিময় সর্বধর্মসমন্বয়ের কুফ্রি ভাবান্দোলনের বিরুদ্ধে |


১৯০০ খ্রীষ্ঠাব্দে আমেরিকার সান্ ফ্রানসিস্কো শহরে স্বামীজী বলেছিলেন যে উদার মতবাদের বার বার পরাজয় হয় ধর্মান্ধতার হস্তে | তাই হল | রঙ্গনাথানন্দজীর করাচিতে বিপুল জনপ্রিয়তা ছিল | তিনি করাচির বিদ্বৎমহলে বিশেষ সমাদৃত ছিলেম ধর্মীয়, দার্শনিক ও সমাজবিষয়ক বক্তারূপে, অত্যন্ত শ্রদ্ধার্হ ছিলেন গুণীজনের, মানবদরদীরূপে প্রিয়পাত্র ছিলেন সহস্র সাধারণের কাছে | কিন্তু সময়কালে এ সব কোন কাজেই লাগল না | অকস্মাৎ কুর-আন, হাদীস ও সিরাহ্ প্রদর্শিত ইসলামের আদি পথ, আদি তত্ত্ব, আল্লাহ'র কাফিরহননের অমোঘ নির্দেশ রাজনৈতিক কলহের কোলাহলমাঝে মুখ্য হয়ে উঠল এবং রামকৃষ্ণ মিশনের বিদায় হল করাচি থেকে | ইসলামের জয় হল, ঠিক যেমনটি কুর-আনে নির্দিষ্ট আছে, তেমনই |


সপ্তম ভাগের সমাপ্তি | ধারাবাহিকতা অব্যাহত থাকবে |


ক্রমশঃ


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment