Wednesday, 17 November 2021

বই বিভ্রাট

বই বিভ্রাট

--------------


আজ যদি কেউ কোনও বই লেখেন কোনও বিশেষ বিষয়ে যাতে তিনি একথা বলেন যে তাঁর মত মেনে না নিলে তিনি সেই মতদ্বৈধকারীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবেন যদিও সে ক্ষমতা রাষ্ট্র তাঁকে দেননি, তাহলে তিনি যদি আইনত অভিযুক্ত হন, সংবিধান অনুযায়ী আদালত কি তাঁকে দণ্ড দেবেন ? আদালত তাঁকে কি দণ্ড দেবেন ? তাঁর সেই বইটি কি বাজারে চালু থাকবে, না সরকার আইন অনুযায়ী তা বাজেয়াপ্ত করবেন ও বাজার থেকে পুরোপুরি উঠিয়ে নেবেন ? এটি একটি কাল্পনিক চিত্রায়ণ বটে কিন্তু এর সাযুজ্য আছে বাস্তবে, ইতিহাস যার সাক্ষ্য দেয় তার রক্তাত ঘটনা পরম্পরায় |


ইতিহাসের ক্ষেত্র ভিন্ন, তাই বিচারও ভিন্ন | কিন্তু নৈতিক সত্য তো একই, সে কাল্পনিক চিত্রায়ণেই হ'ক আর বাস্তবেই হ'ক | অতএব, বিচারহীনতায় বৃদ্ধি পায় সমাজে দুষ্কর্ম | দুষ্কৃতিকারীর সংখ্যা বাড়ে ক্রমাগত কারণ মনুষ্যমস্তিষ্ক পুস্তকের তত্ত্বপাঠে বিস্তর প্রভাবিত হয় | পুস্তকের পৃষ্ঠা ধরে অনেক অপকর্মই ঘটে, অথচ, সভ্য সমাজ তার প্রতিকারের ব্যবস্থা আইনত থাকা সত্তেও না করে প্রতিকার, না নেয় প্রতিষেধক কোনও যথার্থ ব্যবস্থা | সেই পুরোনো দণ্ডবিধিই লাগু থাকে -- সামান্য চোরকে ধর, আর ডাকাত সর্দারের অনেক অনুচর আছে বলে, তাকে ছেড়ে দাও | ছিঁচকে চুরি বড়ই হানিকর সমাজের পক্ষে, বিরাট ডাকাতি তত নয় | ডাকাত ভীরুকে সাহসিকতার শিক্ষা দেয় কি না ? দেয় তো ? ডাকাত তাই পূজনীয়, ছিঁচকে চোর বর্জনীয় | তাহলে সবাই ডাকাত হব নাকি ? ভাববার বিষয়, বিচারক মহাশয় | 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment