স্বামীজীর অনুধ্যান ... ১
স্বামীজীর অনুধ্যান ... ১
শরীর সুঠাম, ঋজু, উন্নত, মন পবিত্র, চেতনা পরিশুদ্ধ, যুবশক্তিকে উদ্বুদ্ধ করার জন্য ঈশ্বরপ্রেরিত আদর্শপুরুষ, যুগনায়ক বিবেকানন্দ | যৌবনে এমন আদর্শ পেয়ে আমার জীবন ধন্য হয়েছে | আজ প্রৌঢ়ত্বে আহ্বান করি আজকের ও অনাগত যুগের যুবসমাজকে স্বামীজীকে আদর্শরূপে গ্রহণ করতে, তাঁর বাণী অনুধ্যান করতে, তাঁর জীবনী পাঠ করতে ও তাঁর আধ্যাত্মিক তরিৎস্পর্শে নিজেদের চরিত্র ও জীবন গঠন করে নিতে |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment