Friday 5 November 2021

সংগ্রাম সিংহ ... ৩


সংগ্রাম সিংহ ... ৩

------------------------


🕉 একটি মানুষ জাগলে লক্ষ মানুষের কাজ হয় | তাই স্বামীজী বলেছিলেন, "ওঠ ! জাগো ! থেমো না যতক্ষণ না লক্ষ্যে পৌঁছতে পারো |" অতএব, 'জয় স্বামীজী !', 'জয়তু স্বামীজী !' ধ্বনি তুলে ফেসবুকে কর্তব্যপালনের কপট প্রয়াস করে ক্ষান্ত হবেন না | স্বামীজীর বাণী ও রচনা পড়ুন, ভাবুন গভীরভাবে তার তাৎপর্য ও হিন্দুজাতি তথা মানবসমাজের সেবায় ও কল্যাণকর্মে গঠিতচরিত্রের শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে জীবন উৎসর্গ করুন | তারপর স্বামীজীর স্তবস্তুতি করবেন |


হিন্দুর আজ ভীষণ বিপর্যয় | বাংলাদেশের দিকে তাকালেই দেখতে পাবেন কি ভয়ানক দুর্দশা হিন্দুর সেখানে | তাই স্বার্থবুদ্ধি ত্যাগ করে, আত্মপ্রচার বন্ধ করে, ফেসবুকে রূপের বাহার জনসমক্ষে প্রকাশ করে মানুষের প্রশংসা না কুড়িয়ে, নিজকর্মের, কীর্তির গাথা অনুরূপভাবে জনসমক্ষে না গেয়ে, আসুন, মানুষ হই, যেমনটি স্বামীজী চেয়েছিলেন | স্বামীজী ঘোষণা করেছিলেন, "হিন্দু বলে আমি আত্মগৌরব বোধ করি |" আরো বলেছিলেন যে হিন্দু তিনি তাঁকেই বলেন যাঁর হৃদয় বিদীর্ণ হয় বিশ্বের যে কোনও প্রান্তে যে কোনও হিন্দুকে কষ্ট পেতে দেখলে | এমন হিন্দু হতে পারেন ? তবেই হবেন স্বামীজীর যথার্থ ভক্ত | 🕉 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment