Monday, 1 November 2021

সংগ্রাম সিংহ ... ১


সংগ্রাম সিংহ ... ১

------------------------


🕉 আমাদের প্রত্যেককে হতে হবে সনাতন সৈনিক, সংগ্রাম সিংহ | সংগ্রামই জীবন কারণ সংগ্রামই বৈরীভাবাপন্ন ধর্মের আক্রমণ হতে নিজেদের বাঁচবার ও বাঁচাবার একমাত্র উপায় | 


সিংহসম সাহসপ্রদর্শন মৃত্যুভয়ে ভীত মানুষের কর্ম নয় | ক্ষাত্রবীর্যে বলীয়ান ধর্মরক্ষকেরই বর্ম তা | বাকি সব বৈধিভক্তিরসে সিঞ্চিত হয়ে বর্বর বিধর্মীর হাতে বিলয়প্রাপ্তির প্রস্তুতি নিতে থাকুন | দিবারাত্র মৃদুবৃত্তির সাধন করলে সমূলে বিনাশ কেউ রোধ করতে পারবে না | তাই, হে হিন্দু 🕉, স্বামীজী বজ্রনিনাদে এই নিমিত্তে বলেছিলেন, ওঠো ! জাগো ! সাহস অবলম্বন করো | দেবদেবীর প্রতি, অবতার-মহাপুরুষের প্রতি ভক্তির মিথ্যা স্তুতিবাক্যের আড়ালে নিজের ক্লীবতা না লুকিয়ে, এসো, মানুষ হও | পৌরুষ প্রকাশ করো | স্বীয়দেবত্বে অধিষ্ঠিত হও, আত্মপ্রতিষ্ঠিত হও |


স্বামীজীর ব্যর্থ অনুগামী না হয়ে সমর্থ অনুগামী হ'ন | তাঁর জীবনী, বাণী ও রচনা অনুধ্যান করুন | তাঁকে আদর্শরূপে গ্রহণ করে নিজ নিজ জীবন তাঁরই আদলে সৃজনশীলভাবে গড়ে তুলুন | তবেই তো স্বামীজীর যথার্থ ভক্ত বলে সগর্বে নিজেদের পরিচয় দিতে পারবেন | তবেই তো হিন্দুর বিনাশে উদ্যত অরিদমনে সক্ষম হবেন | স্বামীজী তো মৃদু মানুষ ছিলেন না, ক্লীব কাপুরুষও ছিলেন না | তবে কেন আপনারা এত দুর্বল হন ? কি আপনাদের ভক্তির বহর যেখানে স্বামীজীর জীবনের ঘটনাবলি পর্যন্ত সম্যক জানার ইচ্ছা আপনাদের মনে জাগে না ?


আশাহত হবেন না | আমার তীব্র ভর্ৎসনায় আহত হয়ে আমাকে আপনাদের প্রতি সহানুভূতিহীন ভাববেন না | আমিও আপনাদেরই একজন | আপনাদের যা দোষ, কমবেশী আমারও তাই | তাই, আসুন, আমরা নতুন উদ্যমে স্বধর্ম পালন করি, সম্মিলিত প্রচেষ্টায় এক বিরাট, ঐক্যবদ্ধ, মুক্ত হিন্দুসমাজ গড়ে তুলি যার পুরোধাপুরুষ হবেন আমাদের অবতার-মহাপুরুষকুল, যথা, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, শ্রীশঙ্করাচার্য, শ্রীরামানুজাচার্য, শ্রীমধ্বাচার্য, গুরু নানকদেব, শ্রীচৈতন্য, গুরু অর্জনদেব, গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং, শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ প্রমুখ এবং যার বিশাল সমুদ্রসম সলিলশরীর হব আমরা, সকল সনাতন ধর্মাবলম্বীগণ | 🕉 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment