Friday 21 June 2019

চিকিৎসা চলছে, এবার রোগ নিরাময়ের পালা

চিকিৎসা চলছে, এবার রোগ নিরাময়ের পালা
------------------------------------------------------------

সমস্যাটি এবার কোথায় জানেন ? এবার মাননীয়া পড়েছেন মেধার সামনে | এঁরা সব কৃতী ছাত্রছাত্রী, মহাবু্দ্ধিমান-বুদ্ধিমতী | অত সহজে কথার ফাঁদে পড়বেন না | এবার আর প্রতিশ্রুতি, বাকচাতুরী বা প্রচ্ছন্ন হুমকিতে কাজ হবে না, এবার চাই হাতেকলমে কাজ, তাও বিনম্রচিত্তে, কোনরূপ ধোঁয়াশার অস্পষ্টতার আড়ালে না লুকিয়ে, কোনরূপ ছলচাতুরীর আশ্রয়ে আত্মগোপন না করে |

এঁরা হলেন যুবা চিকিৎসক | তাই এবার চলছে চিকিৎসা, তবে একটু ভিন্ন প্রকৃতির, মানসলোকের ! আশার আলো দেখছি অনেকদিন পর, যুবাকুলের আদর্শে স্থিতি | জয় হোক !

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment