Friday 21 June 2019

তাহলে উপায় ?

তাহলে উপায় ?
---------------------

এ কি গণতন্ত্র ? এ কি সত্যবচন ? এ কি জনহিতচেতনা ? রবীন্দ্রনাথ দেখলে কি বলতেন ? বিদ্যাসাগর কি বাহবা দিতেন ? আর স্বামীজী ? তাঁর মুখোমুখী হওয়া যেত ?

বাঙালীর গৌরব, বাংলার মহিমা -- একি শব্দমাত্র নাকি, আবৃত্তিতে আবদ্ধ ? সেই মহিমময় বাঙালী হতে গেলে ক্ষমতার লোভ ত্যাগ করতে হবে প্রথমে ও সত্যনিষ্ঠ হয়ে ত্যাগব্রত অবলম্বন করতে হবে তৎপরে | কয়েক জন্ম চরিত্রগঠনকল্পে অতিবাহিত হলে প্রশাসনিক যোগ্যতা আসবে পবিত্রতাসহায়ে | তার আগে, বৃথা ক্ষমতার আস্ফালন | কোনো ফল পাওয়া যাবে না আর | মানুষ জাগছে | আধুনিক প্রজন্ম ঘুমিয়ে নেই, তারা সব বোঝে |

এবার যাওয়ার পালা কিন্তু এমনই আসক্তির দাস মানুষ যে আসন ত্যাগ করতে বড়ই কষ্ট হয় | তা বাপু, কে ত্যাগ করতে বাধ্য করছে নিজের সংস্কারগত কর্ম ছাড়া ? ভাল হলেই তো মিটে যায় গোল | হওনা একটু সত্যিকারের ভাল | লোকে আর কি চায় এমন ? সততা, বিনয়, সভ্যতা, ঋজুতা, চরিত্র | তা এগুলির বুঝি আকাল পড়েছে আজকাল ?

তাহলে উপায় ?

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment