Friday 21 June 2019

নীলরতন কি ব্রাত্য ?


নীলরতন কি ব্রাত্য ?
--------------------------

নীলরতন কি ব্রাত্য ? কিন্তু সেখানে না গেলে যে উপায়ও নেই | এখন উপায় ? শুধু সময় ও কৌশল নির্ধারণ করবে বুঝি | হায় বাংলা ! এই বুঝি দেশবাসীর প্রতি সহমর্মিতা !

আসলে, যৌবনে চরিত্রগঠন না হলে, তা আর কোনোকালে হয় না, আর উন্নত চরিত্রবিশিষ্ট না হলে মানবপ্রেম তথা সহমর্মিতার প্রকাশ হওয়া একপ্রকার অসম্ভব | তাই আজ রাজনৈতিক বাতাবরণ অহঙ্কারের দ্বারা সর্বোচ্চ দূষিত | এ দূষণ রোধ করবে এই যুবা প্রজন্ম ও অনাগত দিনের ভাবী সদস্যেরা, এমনই ভবিষ্যদ্বাণী স্বামী বিবেকানন্দের | আজ যা বীজাকারে পরিলক্ষিত হচ্ছে, কাল তাই বিপুল আকার ধারণ করে স্বদেশসংস্কার করবে |

চিকিৎসক ধর্মঘট করছেন, একথা তো আংশিক সত্যমাত্র | বিধাতা স্বয়ং এবার ভবরোগ দূর করতে তাঁর দেবস্টেথোটি ধারণ করেছেন দেহে | একদিকে কর্মবিরতি চিকিৎসকের আর অপরদিকে নীতিবিহীন রাজনেতানেতৃদের চিকিৎসার সূচনা দেবহস্তে | জয়, ভবরোগহারী রামকৃষ্ণ-বিবেকানন্দের জয় !

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment