Friday 14 June 2019

শুভবুদ্ধির উদয় হোক !


শুভবুদ্ধির উদয় হোক !
------------------------------

জনসংখ্যা বাড়ছে আর তার সাথে নামছে সংস্কৃতি | সরকারের হুমকি প্রতিহত করতে চিকিৎসককুল সঙ্গবদ্ধ | কর্মবিরতি অব্যাহত রাখার পাল্টা পরিক্রমা | নরম সুরে কথা বলতেই হবে সরকারকে ও চিকৎসকদের দাবীকে কিয়ৎ মান্যতাও দিতে হবে | নচেৎ, রোগীর বিনাশ সুনিশ্তিত | কে দায়ী হবেন তার জন্য ? আর, কেনই বা রোগক্লীষ্ট নিরপরাধ মানুষ কষ্ট পাবেন ?

শিবজ্ঞানে জীবসেবা -- শ্রীরামকৃষ্ণের এই বাণীটি স্মরণ করার দিন সমাগত | চিকিৎসকের নিরাপত্তা যেমন আবশ্যক, তেমনি রোগীর প্রাণরক্ষাও ততটাই আবশ্যক | দুধারেই মানুষ বিপন্ন | রাজনীতি ছেড়ে প্রশাসনে মনোনিবেশ করলে আজ মানুষের সেবা হবে বেশী | তাই সকলেরই --- রাজনৈতিক নেতানেত্রী, চিকিৎসককুল ও সাধারণ মানুষ --- এই সেবাধর্মে ব্রতী হওয়া আশু কর্তব্য | এইটি যুগাবতারের, অর্থাৎ, শ্রীভগবানের নির্দেশ ও তার উল্লঙ্ঘন শুধু ঘোরতর অপরাধই নয়, পরিণামেও ভয়ঙ্কর |

প্রার্থনা করি সকলের শুভবুদ্ধির উদয় হোক ও প্রশাসনিক অহমিকা, অবহেলা ও অরাজকতা বিদূরিত হোক | রাজ্যে শান্তিশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত হোক সকলের মিলিত প্রয়াসে |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment