Tuesday 25 June 2019

ভাব, অভাব, ভগবান



ভাব, অভাব, ভগবান

ভগবান ভগবানের পূজা করেন | প্রতিটি কর্মই পূজা, প্রতিটি চিন্তাতরঙ্গ সেই ঈপ্সীতের আরাধনা | জড়বাদি হলে, জড়বুদ্ধিসম্পন্ন হলেও নাস্তিক্য অসম্ভব | অস্তিত্ববোধ স্বতঃসিদ্ধ, অনস্বীকার্য | চিরন্তন কিনা, সেই নিয়েই বিবাদ, বিসংবাদ, মতদ্বৈধতা |

আস্তিক্যবুদ্ধি এই স্বস্বরূপের বোধের ওপর প্রতিষ্ঠিত | যাঁর এই বোধ হয়েছে, তাঁর কাছে ভগবানের অস্তিত্ব স্বীয় অস্তিত্বের সাথে ওতোপ্রোতভাবে জড়িত, একিভূত হয়ে আছে | তাঁর আত্মবোধ চৈতন্যের শিখরে অধিষ্ঠিত ঈশ্বরবোধেরই মধ্যে সমাহিত হয়ে | কিন্তু এ সব বোধের বিষয় | এই ভাবসকল অনুৃধাবন করতে হলে চাই অখণ্ড পবিত্রতা অবলম্বনপূর্বক একাগ্র অধ্যাত্মসাধনা |

জয় গুরুদেব ! জয় মা ! জয় ঠাকুর ! জয় স্বামীজী ! জয় মহারাজ !

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment