Friday 21 June 2019

দায় কি শুধু নেতানেত্রীর, সমর্থকের নয়?

দায় কি শুধু নেতানেত্রীর, সমর্থকের নয়?
-----------------------------------------------------

শুধু কয়েকজন নেতানেত্রীকে মানবকল্যাণকর্মে অবহেলার দায়ে অভিযুক্ত করা ন্যায়বিচারের নিরিখে অসম্পূর্ণতাদুষ্ট | তাঁদের সমর্থকরাও একই দায়ভার বহন করছেন এই অকল্যাণসাধনে | তাঁরা যদি সামান্য স্বার্থসাধনের জন্য এই সকল নেতানেত্রীদের পদলেহন না করতেন ও এই যুবা চিকিৎসককুলের ন্যায় রুখে দাঁড়াতেন আদর্শে বলীয়ান হয়ে, তাহলে কি আজ দেশের তথা রাজ্যের এই হাল হত ?

এখনও সময় আছে, সত্যের পথে আসুন ও দেশগঠন করুন | কিন্তু দেশগঠনের জন্য আগে করতে হবে আপনাদের নিজ নিজ চরিত্রগঠন |

উপায় বিবেকানন্দ | স্বামীজীর বই পাঠ করুন ও মানুষ হোন আগে | পরে রাজনীতি সঠিকভাবে করা যাবে ঢের | স্বামীজীকে নেতা মেনে এই সব স্বৈরাচারী নেতানেত্রীেদের আপাতত ত্যাগ করুন ও স্বামীজীর কাছে শিখে নিন স্বদেশসেবার মন্ত্রটি | তারপর অনুৃধাবন করবেন আত্মসম্মানের যথার্থ স্বরূপ ও দেশসেবার জ্যোতিষ্করূপে এক একজন বিরাজ করবেন মাতৃমানসলোকের মধ্যগগনে | তখনই বুঝবেন এই সব নেতানেত্রীদের পদলেহনকর্ম কি ঘৃণিত আর ভাববেন, " কেমন করে একাজ এতকাল করেছিলাম ? "

বন্দে মাতরম ! জয় হিন্দ !

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment