Friday, 21 June 2019

যাঁদের বড়ই পীড়া হয় আমার লেখা পড়ে, তাঁদের উদ্দেশ্যে

যাঁদের বড়ই পীড়া হয় আমার লেখা পড়ে, তাঁদের উদ্দেশ্যে
------------------------------------------------------------------

আমি কোনো রাজনৈতিক দলভুক্ত নই যে আমায় তাঁদের অনুশাসন মেনে চলতে হবে | আমি লেখক, সমাজের বিবেক | মানুষের বৃহত্তর স্বার্থরক্ষার্থে লিখে থাকি | আমার রচনার মধ্য দিয়ে তারই প্রচেষ্টা করি, জনচেতনা উদ্বোধন আধ্যাত্মিক আলোকে |

আপনারা কেউ কেউ যদি আমার রচনায় বিরক্ত বা বিক্ষুব্ধ বোধ করেন, তাহলে আমায় unfollow / unfriend / block করে দিন যাতে এই সব রচিত জঞ্জাল আপনাদের শান্তি বিঘ্নিত না করে | নচেৎ, প্রয়োজনমত আমাকেই সে ব্যবস্থা নিতে হবে কারণ আমার রচনার স্রোত আমার চৈতন্য উদ্ভূত, তা আপনাদের গুটি কয়েকজনের মনোরঞ্জনের জন্য থামবে না | নমস্কার |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment