Sunday 9 June 2019

' এত রক্ত কেন ? ' ... ১

' এত রক্ত কেন ? ' ... ১
------------------------------

পশুর মাকে জিজ্ঞাসা করেছেন কখনো তাঁর সন্তানকে বলি দিলে তাঁর কেমন লাগে ? আর সকলের মা যিনি, পরমেশ্বরী যিনি, তাঁকে প্রসন্ন করবেন রক্তের স্রোতে ? আদিমযুগের এই আনুষ্ঠানিক রুধিরস্নান এবার বন্ধ হোক | মানুষ রিপু বলি দিতে যত্নবান হোন | পশু বলি বন্ধ করতে ভগবান স্বয়ং বুদ্ধ অবতারে স্বীয়শরীর এক রাজদরবারে যূপকাষ্ঠে প্রদান করতে উদ্যত হয়েছিলেন | তাঁর যুক্তি ছিল এই যে পশুবলি দিলে যদি পুণ্যার্জন হয়, তো নরবলি দিলে নিশ্চয় অধিক পুণ্যার্জন সম্ভব | উদ্যতখর্গ রাজন নিবৃত্ত হন ও ছাগশিশুটির প্রাণরক্ষা হয় |

এখন প্রশ্ন হচ্ছে কোনটি ধর্ম ? প্রাণ নেওয়া না প্রাণরক্ষা ? ধর্মের নামে পশুবলির এই পশুবৃত্তি বন্ধ হোক | তবেই বলা যাবে আমাদের গনতন্র সর্বসাধারণের | কারণ যে সমাজ অযথা অগণিত পশুবলিকে স্বীকৃতি দেয় সৃষ্টিকর্তার প্রসন্নতাহেতু, সেই সমাজ মানুষকে বলি দিতেও পিছপা হয়না | বিশ্বব্যাপী এই হত্যালীলা বন্ধ হোক | নইলে মানুষকেই পশু আক্ষা দিতে হয়, পশুকে দেবতার আসন |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment