Friday 21 June 2019

এলেন না তো মাননীয়া ' এন আর এস ' এ ?

এলেন না তো মাননীয়া ' এন আর এস ' এ ?
---------------------------------------------------------

অতএব, পারলেন না তো, ভাই, মাননীয়াকে নীলরতনে আনতে ? নিজেরা যাচ্ছেন তাঁর সাথে মুক্ত কক্ষে আলাপ করতে সংবাদ মাধ্যমের সামনে | তাহলে বুঝুন, কার জিদ টিকল ? আর, কেই বা নিরহঙ্কার, নমনীয় ও মানবহিতৈষী ?

ভায়া, এর নাম রাজনীতি, মানবপ্রেম নয় | ও সব এঁরা বোঝেন না | আপনারা মেধাসংযুক্ত আদর্শপরায়ণ যুবকযুবতী | আপনাদের মানবদরদের তুল্য কি এঁরা ?

ধন্য আপনাদের ধর্ণা, ধণ্য লেখাপড়া ও ধন্য সপ্রতিভ প্রতিবাদ ! এই ভাবটি সারা জীবন হৃদয়ে গ্রথিত করে রাখবেন -- অন্যায়ের সাথে আপস নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সংঘবদ্ধভাবে | আর, এ শুধু স্বীয়স্বার্থরক্ষার্থে নয়, জনস্বার্থরক্ষার্থে |

ভাল থাকবেন | আমার স্নেহাশীর্বাদ রইল অপর্যাপ্ত আপনাদের প্রতি, মেরুদণ্ডহীন মানুষকে আদর্শগতভাবে সংগ্রাম করতে এ কদিন শিক্ষা দিলেন বলে ও প্রশাসনকে সুসংযত হতে বাধ্য করে তাঁদের সঠিক দিশা দেখিয়ে দিলেন বলে |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment