' আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি ' ---
দ্বিজেন্দ্রলাল রায়
-------------------------- -------------------------- --------------
বিদেশে বসে দেশোদ্ধার করছেন ? স্বদেশে ফিরুন, দেশবাসীর সেবা করুন, দরিদ্র জনসাধারণের সেবা, নরনারায়ণের সেবা |
সারা জীবনই বুঝি পরের দ্বারস্থ হয়ে থাকতে হবে ? যুক্তি যাই দিন, দেশে কাজ অনেক, দেশের ঋণও চোকানো হয়নি |
'এবার কেন্দ্র ভারতবর্ষ |' এদেশে জন্ম হয়েছে, এদেশেই বাসস্থান হোক, পরিশেষেই এই পবিত্র ভারতভূমিতেই মুক্তি |
হায় অভাগা দেশবাসী ! মা থাকতে মাকে ত্যাগ !
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
দ্বিজেন্দ্রলাল রায়
--------------------------
বিদেশে বসে দেশোদ্ধার করছেন ? স্বদেশে ফিরুন, দেশবাসীর সেবা করুন, দরিদ্র জনসাধারণের সেবা, নরনারায়ণের সেবা |
সারা জীবনই বুঝি পরের দ্বারস্থ হয়ে থাকতে হবে ? যুক্তি যাই দিন, দেশে কাজ অনেক, দেশের ঋণও চোকানো হয়নি |
'এবার কেন্দ্র ভারতবর্ষ |' এদেশে জন্ম হয়েছে, এদেশেই বাসস্থান হোক, পরিশেষেই এই পবিত্র ভারতভূমিতেই মুক্তি |
হায় অভাগা দেশবাসী ! মা থাকতে মাকে ত্যাগ !
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment