Friday 21 June 2019

আর নয়, এবার পরিষেবার পুনঃসূচনা হোক

আর নয়, এবার পরিষেবার পুনঃসূচনা হোক 
---------------------------------------------------------

চিকিৎসকেরা এবার তমোগুণে পদার্পণ করছেন | পরিষেবা এহেন ব্যাপকভাবে রাজ্যজুড়ে ও দেশজুড়ে বন্ধ রাখা গীতার কর্মযোগের পরিপন্থি | এটি ভগবান শ্রীকৃষ্ণের বাণীর বিপরীতধর্মী কর্মানুষ্ঠান হচ্ছে যা থেকে তিনি বারংবার মানুষকে বিরত হতে আজ্ঞা করেছেন |

এই ধরণের কর্মবিরতি চূড়ান্ত অধর্ম, প্রতিবাদের লগ্ন অতিক্রান্ত হওয়ার পর | পূর্বের এক রচনায় এই প্রতিবাদি কালক্ষেপন ও তার মিতাচার সম্বন্ধে বিষদ আলোচনা করেছি, তাই আর এ বিষয়ে অধিক মন্তব্য থেকে বিরত রইলাম | যাই হোক, কোনো আন্দোলনের সাফল্য যদি স্বদেশবাসীর শারীরিক বিপর্যয় ঘটিয়ে হয়, তবে তা ধর্ম নয়, অহিতকর কর্ম, ঘোরতর অধর্ম | অবিলম্বে মানবধর্মের কথা স্মরণ রেখে এই পরিষেবা বর্জনরূপ কর্মবিরতি হতে নিবৃত্ত হওয়া আশু কর্তব্য এবং পুনঃ সেবারূপ কর্মানুষ্ঠানের মধ্যেই যথার্থ ধর্মানুষ্ঠান |

সকলের শুভবুদ্ধির উদয় হোক ! রাজ্যে শান্তিশৃঙ্খলা ফিরে আসুক ! জয় মা ! জয় ঠাকুর ! জয় রোগীনারায়ণ !

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment