Friday, 21 June 2019

আত্মচেতনা না অহংবুদ্ধি ?

আত্মচেতনা না অহংবুদ্ধি ?
-----------------------------------

রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কি রাজ্য চালানো যায় ? রাজ্যের দুরবস্থার জন্য শেষে কি ছোট ছোট ছেলেমেয়েরা দায়ী ? ভোট পেতে ' মাটি' তে যাওয়া যায়, অর্থাৎ, সাধারণ মানুষের কাছে, কিন্তু সমঝোতা করতে নীলরতন সরকার হাসপাতাল যাওয়া যায় না ?

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment