Friday 21 June 2019

' সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ ! ' ... দ্বিজেন্দ্রলাল রায়

' সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ ! ' ... দ্বিজেন্দ্রলাল রায়
------------------------------------------------------------------

যিনি যে ধরণের কাজ করে অভ্যস্ত রাজনৈতিক স্বার্থরক্ষার্থে, তিনি অন্যের প্রতি স্বভাবদোষে সেই ধরণেরই আরোপ করবেন, এতে আর আশ্চর্য কি? সত্যাশ্রয়ী হতেন, সম্মান করতাম | কিন্তু স্বীয়স্বার্থ যাঁর স্বদেশকল্যাণের ঊর্ধে স্থান পায়, তাঁকে কোন শাস্ত্রের কোন বিধানে সম্মান করি ? রামকৃষ্ণ-বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ-বিদ্যাসাগরের প্রতিটি বাণীর উল্লঙ্ঘন হচ্ছে আজ তাঁদেরই স্বদেশভূমিতে, অথচ, কথায় কথায় তাঁদের উল্লেখ, কি বিচিত্র মানসিকতা ! একেই বুঝি বলে নেতৃত্ব !

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment