ভেবে দেখুন ... ২
ডাক্তার দেবতাও নন, দানবও নন, ডাক্তার আপনার আমার মতই মানুষ | মাথায়ও তুলবেন না, মাথায় আঘাতও করবেন না | মনে রাখবেন, ডাক্তারের দায়িত্ব চিকিৎসা করার, মৃত্যুকে রোধ করার ক্ষমতা তাঁর নেই | অতএব, ডাক্তারকে প্রহার করা চিকিৎসার বিফলতাহেতু কোনো মতেই সমর্থনযোগ্য নয় | অতি গর্হিত অপরাধ তা | এ হেন পীড়ন যে এ রাজ্যে হয়েই চলেছে তা অতি নিন্দনীয় বিষয় |
অবিলম্বে মুখ্যমন্ত্রীর ডাক্তারদের সাথে আলোচনায় বসা উচিত সমস্যার সমাধানকল্পে | বড় দেরী করে ফেলেছেন কিন্তু আর কালবিলম্ব করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে একেবারে | বিনম্রচিত্তে বসুন বৈঠকে, সমাধানসূত্র খুঁজে পাবেন | বয়ঃকনিষ্ঠ চিকিৎসক এঁরা, তাই প্রশাসনিক উন্নাসিকতা বা দম্ভপ্রদর্শন এঁদের সাথে হিতে বিপরীত ফলদায়ী হবে | চাই সহানুভূতি, সহমর্মিতা ও সুরক্ষার আশ্বাস প্রাথমিকভাবে | যদি মাননীয়া তা দিতে পারেন তো সমস্যার দ্রুত সমাধান হবে, নচেৎ, সংকট জটিলতর হবে ও কেন্দ্রের হস্তক্ষেপ অনিবার্য হয়ে পড়বে |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
ডাক্তার দেবতাও নন, দানবও নন, ডাক্তার আপনার আমার মতই মানুষ | মাথায়ও তুলবেন না, মাথায় আঘাতও করবেন না | মনে রাখবেন, ডাক্তারের দায়িত্ব চিকিৎসা করার, মৃত্যুকে রোধ করার ক্ষমতা তাঁর নেই | অতএব, ডাক্তারকে প্রহার করা চিকিৎসার বিফলতাহেতু কোনো মতেই সমর্থনযোগ্য নয় | অতি গর্হিত অপরাধ তা | এ হেন পীড়ন যে এ রাজ্যে হয়েই চলেছে তা অতি নিন্দনীয় বিষয় |
অবিলম্বে মুখ্যমন্ত্রীর ডাক্তারদের সাথে আলোচনায় বসা উচিত সমস্যার সমাধানকল্পে | বড় দেরী করে ফেলেছেন কিন্তু আর কালবিলম্ব করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে একেবারে | বিনম্রচিত্তে বসুন বৈঠকে, সমাধানসূত্র খুঁজে পাবেন | বয়ঃকনিষ্ঠ চিকিৎসক এঁরা, তাই প্রশাসনিক উন্নাসিকতা বা দম্ভপ্রদর্শন এঁদের সাথে হিতে বিপরীত ফলদায়ী হবে | চাই সহানুভূতি, সহমর্মিতা ও সুরক্ষার আশ্বাস প্রাথমিকভাবে | যদি মাননীয়া তা দিতে পারেন তো সমস্যার দ্রুত সমাধান হবে, নচেৎ, সংকট জটিলতর হবে ও কেন্দ্রের হস্তক্ষেপ অনিবার্য হয়ে পড়বে |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment