Tuesday 25 June 2019

বেহাল বেদান্ত

বেহাল বেদান্ত

বেদান্ত বুঝতে গেলে যে সূক্ষ্ম বুদ্ধির প্রয়োজন, তা বক্তা ভুলে যান | ভাবেন, দূরদর্শনের, অর্থাৎ, টিভির পর্দায় কিছু বলে দিলেই হল | না আছে বুদ্ধি, না অনুভূতি, শুধু লঘুচিত্ততা আর বাগাড়ম্বর | যথার্থই ধর্মসঙ্কট দেখা দিয়েছে আজ | ভালই এক দিক দিয়ে | ভগবানের আবির্ভাব আসন্ন |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment