Friday 21 June 2019

এবার নরম হওয়ার পালা, নচেৎ, ঘোরতর বিপদ সামনে

এবার নরম হওয়ার পালা, নচেৎ, ঘোরতর বিপদ সামনে
------------------------------------------------------------------

রাজনেতানেত্রীগণ এতদিন যুবাকুলকে ব্যবহার করেছেন রাজনৈতিক স্বার্থে | কিন্তু এঁরা ভিন্ন প্রকৃতির যুবসম্প্রদায় | এঁরা মহামেধাবি | রাজনৈতিক পণ্য করা যাবেনা এঁদের | সমস্যা তাই ক্রমশঃ প্রশাসনের হাতের বাইরে চলে যাবে যদি না মাননীয়া নমনীয় হন | তবে কি, শাস্ত্রবাক্য অভ্রান্ত হয়ে থাকে এবং সেই অনুযায়ী ' বিনাশকালে বিপরীত বুদ্ধি ' হওয়াটি অস্বাভাবিক নয় এক্ষেত্রে | এরই নাম অহং | তাছাড়া আছে রাজনৈতিক চাল যা সকলই বিফল হবে চিকিৎসকদের সংঘবদ্ধ আন্দোলনের কাছে | পরাজয় এবার সর্বস্তরে শুরু, কিন্তু এর শেষ কেথায় ?

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment