Friday 21 June 2019

' তুমি কি কেবলই ছবি ? ' ... রবীন্দ্রনাথ


' তুমি কি কেবলই ছবি ? ' ... রবীন্দ্রনাথ
---------------------------------------------------

গুরুদেবের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মধ্যে অধ্যাত্মবিষয়ক রচনা পাঠ করাও পড়ে | স্বামীজী চাইতেন যে বেলুর মঠ জ্ঞানবিজ্ঞানের এক মহা কেন্দ্রস্থল হবে | ঠাকুরও বলেছিলেন, " যাবৎ বাঁচি, তাবৎ শিখি |" আর মায়ের সম্বন্ধে কি আর বলব ? তাঁর জ্ঞানপিপাসা ছিল অপরিসীম | চেষ্টা করে পড়তে শিখেছিলেন | আর আমরা ? শুধু প্রণামমন্ত্রেই সেরে ফেলব ? পড়ব না, বুঝব না, শিখব না কিছুই ? শুধু ছবি দেখেই তুষ্ট ? শুধু ছবি করে রেখে দেব ইষ্টকে ? আমাদের ধর্ম কি শুধুই দৃষ্টিবিনোদন ?

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment