Tuesday, 25 June 2019

এখন উপায় বিবেকানন্দ


এখন উপায় বিবেকানন্দ 
--------------------------------

স্বামীজীর বাণী বহুল প্রচারিত হওয়া একাল্ত আবশ্যক আজ | চারিদিকে মানুষের চরিত্রের মূল কাঠামোটাই ভেঙে পড়ছে | কে রোধ করবে অবক্ষয়ের এই ভীষণ পরিণতি, স্বামীজী ছাড়া ? 

স্বামীজীর শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তি এই ২০১৮ তে পালন করা শুরু হয়েছে | এখনও চলছে সেই বর্ষপালন | মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখুন সবাই --- হোক ' বিবেকানন্দবর্ষ ' পালন | স্বামীজীর বাণী ও পুস্তিকা প্রতিটি বিদ্যালয়ে ও কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দিন রাজ্যসরকার | এতে নৈরাজ্যের প্রদেশে শান্তিশৃঙ্খলা ফিরে আসবে অচিরেই ও বঙ্গদেশের হৃতচরিত্র পুনরোদ্ধার হবে | ভেবে দেখুন সবাই ও এগিয়ে আসুন আমার সাথে এই মহৎকর্মরূপায়ণে ব্রতী হতে |

রচয়িতী : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment