Friday 21 June 2019

ছবিতে প্রেম, কে চায় তাঁর বাণী ?

ছবিতে প্রেম, কে চায় তাঁর বাণী ?

ভক্ত বলে সম্বোধন করতে ইচ্ছা হয় তাঁকে যিনি ঠাকুরের ছবির বাইরেও তাঁকে চিনতে পারেন --- তাঁর বাণীতে, তাঁর আধ্যাত্মিক কীর্তিতে, তাঁর চারিত্র মাহাত্ম্যে | যিনি শুধু ছবি দেখেই তাঁর পূজা সমাপন করেন, তাঁর ভক্তি গৌণি ; যিনি তাঁর বাণীর মর্মার্থ অনুভব করায় যত্নবান হন ও সেইমত জীবনতরীটি চালনা করেন, তাঁর ভক্তি মুখ্য | অতএব, ভক্তিকে ভগবানের চিত্রপটে আবদ্ধ রাখবেন না, তাকে মুক্ত করুন জ্ঞানের নির্মল আকাশে | পাঠ করুন যা লিখি, শুধু 'জয় ঠাকুর, প্রণাম গুরুদেব, প্রণাম মহারাজ' এই রব তুলেই ক্ষান্ত হবেন না |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment