Tuesday 25 June 2019

শিকাগো বক্তৃতার মূল বক্তব্য কি ছিল ?


শিকাগো বক্তৃতার মূল বক্তব্য কি ছিল ?
---------------------------------------------------

স্বামীজীর শিকাগো বক্তৃতার মূল বক্তব্যটি কি ? তা হ'ল মানুষের অন্তর্নিহিত দেবত্বের উদ্ঘোষণা, সনাতন ধর্মের সারমর্মজ্ঞাপন ও সর্বমত সত্যলাভের এক একটি পন্থা, এই জ্ঞানে তাঁদের সমান ও স্বীকৃতি প্রদান করা | সর্বোপরি, ১৮৯৩ সালের ১৯শে সেপ্টেম্বরে পাঠ করা হিন্দুধর্মের ওপর লেখা বিশেষ পত্রে স্বামীজী ভারতবর্ষীয় ধর্মের প্রাচীনকাল হতে আধুনিক যুগ অবধি প্রবাহিত ধারাটি বিজ্ঞানসম্মত উপায়ে বিশ্ববাসীর সমক্ষে তুলে ধরেন | বিশ্বসৌভ্রার্ত ও সমন্বয়ের বাণীটি ছিল স্বামীজীর বক্তৃতার মূলসুর | তিনি ভারতের সনাতন ধর্মের প্রতিনিধি হওয়া সত্তেও বিশ্বমানবের মুখপত্ররূপে প্রকাশিত হন শিকাগো ধর্মমহাসভায় | শ্রীগুরুর যোগ্য বাণীরূপেই স্বামীজীর এই আবির্ভাব |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment