Sunday 9 June 2019

কর্মযোগ ... ২

কর্মযোগ ... ২
------------------
কর্ম না করে তো থাকা যাবে না | শরীরসঞ্চালনরূপ কর্ম তো হতে থাকবে যতক্ষণ আয়ু আছে | অতএব, কর্মের হাত হতে নিস্তার নেই | অনুক্ষণ কর্ম হতে থাকবে, তা আমরা চাই বা না চাই | কর্ম যখন অবশ্যম্ভাবী, তখন তার কৌশলটি জেনে রাখা ভালো | এরই নাম কর্মযোগ | কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে ভগবান স্বয়ং এই কর্মরহস্য মহাবাহো অর্জুনকে বলেছিলেন | সেদিন ছিল একটি শ্রোতা আর আজ সারা বিশ্ব এই গীতোক্ত বাণী শ্রবণে উন্মুখ | আসুন, আমরাও একটু শুনি এই বিশ্ববাণী |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment