Sunday 9 June 2019

কর্মযোগ ... ৩

কর্মযোগ ... ৩
------------------
কর্ম করার অধিকার আছে, ফলাঙ্ক্ষা করার অধিকার নেই | গীতার এই বাণীটি বহুপ্রচলিত কিন্তু স্বল্প অনুধাবিত | আসলে, কর্ম করার অধিকারও মানুষের নেই সেই অর্থে | কর্ম প্রকৃতির অমোঘ নিয়মে সংঘটিত হতে থাকে, মানুষের ইচ্ছায় হয় না | তাহলে কর্ম করার অধিকার কোথায় ? আসলে, এই অধিকারবোধ অজ্ঞানতাপ্রসূত | বাস্তবিক কোনো অধিকারই নেই মানুষের | এই গীতাতেই ভগবান বলেছেন যে ' प्रकृते कृयामानानि गुणै कर्मानि सर्वस / अहंकार विमूढ़आत्मा कर्ताहम् ईति मन्यते | অর্থাৎ, প্রকৃতি তাঁর তিন গুণের দ্বারা সর্ব কর্ম সম্পাদন করে চলেছেন কিন্তু অহংকারে বিমূঢ়চৈতন্য মানুষ নিজেকে কর্তা বলে মনে করছেন | অতএব, কর্মের ওপরই যখন সে অর্থে অধিকার নেই, তখন কর্মের ফলের ওপর কেমন করে অধিকার থাকতে পারে ? এবিষয়ে বিস্তর আলোচনা আবশ্যক | সেই সব ক্রমশঃ প্রকাশ্য |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment