Sunday 9 June 2019

নাস্তিক কে?

নাস্তিক কে?

নাস্তিকতার সনাতন সংজ্ঞা হল বেদে অবিশ্বাস, অর্থাৎ, জড়বুদ্ধিসম্পন্নতা | অতিন্দ্রীয় চেতনার অস্তিত্বকে অস্বীকার, আত্মা তথা ব্রহ্মের অবস্থানে অনাস্থা, শুধু পরিদৃশ্যমান ব্রহ্মাণ্ড, ইন্দ্রিয়গ্রাহ্য জগৎকে স্বীকার করা -- এইগুলি নাস্তিকতার নিদর্শন |

এই জড়বুদ্ধিহেতু প্রায়ই নাস্তিককুল শ্রদ্ধাহীনতার বশবর্তী হন ও মায়ার নাগপাশে আবদ্ধ হয়ে, অহংকারে স্ফীত হয়ে পরিশেষে বিনষ্ট হন | ব্রহ্মচর্যে অনাস্থাহেতু বিষয়সম্ভোগে কালাতিপাত করেন তাঁরা ও মায়ার পঙ্কিল পথে অন্ধস্তুপ প্রদক্ষিণ করতে থাকেন | অবশেষে রিক্তহৃদয়, শোষিতসম্পদ, ভগ্নচিত্ত, হাহাকারপ্রাণ মৃত্যুর করালগর্ভে পতিত হন, অন্ধ, মোহগ্রস্ত, বিপথগামী, সংশয়াকুল এক অপরিপূর্ণ মানব |

এ চেতনারও অধিকারী হওয়া অবশ্য সকলের সৌভাগ্য হয় না | যাঁর হয়, তিনি ভাগ্যবান, অর্থাৎ, তিনি সৎ সংস্কারসম্পন্ন এক অর্থে | অধিকাংশ ক্ষেত্রে চূড়ান্ত অজ্ঞানতার মধ্যেই এ সকল মানুষের জীবনের শেষ পরিণতি মৃত্যুতে | আর, শ্রীগুরুর অভাবে, ইষ্টমন্ত্রের অভাবে জড়চেতনা নিয়েই এঁদের জগৎ হতে অন্ধকারের পথে গমন | অবশ্য, ওঁরা তা মনে করেন না | ওঁরা তো নাস্তিক !

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment