Tuesday 30 November 2021

পৌরুষ অবলম্বন করুন 


পৌরুষ অবলম্বন করুন 

-------------------------


দেশগঠন ও তার সুরক্ষার জন্য ক্ষাত্রবীর্যের প্রয়োজন | এই অতিকোমল ভাব, সংগীত, কবিতা, দুর্বল ভাষাপ্রয়োগ, এই কথায় কথায় প্রেম, কান্না, এই সব এখন দূরে রাখার সময় | দেশে বীর্যবান, বীর্যবতীর বড়ই অভাব | বিশেষতঃ দেখছি বাঙালীদের মধ্যে এই দুর্বলতা, ইন্দ্রিয়াসক্তি বড়ই বেশী | এমনকি সাধুরাও গান নিয়ে মেতে আছেন কেউ কেউ | বড়ই দুঃখের | স্বামীজীর অনুগামী হয়েও এই দুর্বলতাকে নিজজীবনে প্রশ্রয়প্রদান, স্বামীজীর বারণ উপেক্ষা করে ?


শেষজীবনে স্বামীজী বলে গেলেন, "আমার সমস্ত বার্তাকে একটি কথায় আবদ্ধ করা যায় | তা হল পৌরুষ |" কোথায় সেই পৌরুষ ? দেবীর হাতে অস্ত্র | তিনি অসুরনিধন করছেন আর আমরা ঢাকির সাথে ধুনুচি নাচছি | বেশ, বেশ | দেবী নারী হয়ে যুদ্ধ করবেন আর আমরা পুরুষ হয়ে নাচগান করব |


বাঙালী মেয়েদেরও বীর্য অবলম্বন করতে হবে | তবে তো বীর সন্তান জন্মগ্রহণ করবে এই বঙ্গদেশে |


স্বামীজীর বই পড়ুন ক্রমান্বয়ে | কথ্য ভাষা, রচনার ভাষা ও ভাব বলিষ্ঠ করুন | তবেই জাতির উত্থান ও সুরক্ষা সম্ভব | নচেৎ আবার সেই দাসত্ব, ইন্দ্রিয়ের ও বিজাতীয় শক্তির |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

সংগ্রাম সিংহ ... ৮


সংগ্রাম সিংহ ... ৮


🕉 হিন্দুর সবচেয়ে বড় শত্রু হিন্দু নিজে | তার নিজধর্ম সম্বন্ধে অজ্ঞতা, জানার অনিচ্ছা এবং ইসলাম ও খ্রীষ্টধর্ম সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞতা তার বিনাশের অন্যতম কারণ এযাবৎ | এ থেকে উদ্ধারের উপায় কি ? শিক্ষা | 


চরিত্র গঠনের মূল উপাদান হল সাহসিকতাসহায়ে একনিষ্ঠ সাধনা, বিদ্যালাভের জন্য পরিশ্রম করা | 


মনুষ্যশরীরে শ্রমের দ্বারাই ক্রমবিকাশ, এটি মনে রাখতে হবে | In the human body to labour is to evolve -- this must be remembered.


সৎসাহস -- এইটি বড় জিনিস | অনেক শুনি ভক্তির কথা, সাধুদের শাস্ত্রবচন | কিন্তু কার্যক্ষেত্রে কাপুরুষতাই দেখতে পাই অরাজনৈতিকতার আড়ালে আশ্রয় নিয়ে | পৃথিবী রসাতলে যাচ্ছে, কোটি কোটি মানুষের সর্বনাশসাধন হচ্ছে, তাতে কিই বা আসে যায় ? ভক্তপরিমণ্ডলের দ্বারা আবৃত রইলাম আর আমেরিকার শীততাপনিয়ন্ত্রিত ঘরে বিত্তাসনে বসে ব্রহ্মবাণী দিলাম, তাহলেই ঠাকুরের কাজ করা হল, জগৎ উদ্ধার হল | এই না হলে আত্মশ্রাদ্ধসমাপনকারি সন্ন্যাসী ? এই না হলে 'বহুরূপে সম্মুখে তোমার' সাধনকারি ভক্ত ? ঠাকুর, এঁরা তোমার শ্রাদ্ধশান্তি ভালই করেছেন | তোমার বৈকুন্ঠে খুশী থাকার কথা | কি বল ?


শিক্ষার প্রয়োজন | এমন শিক্ষা যার প্রথম, মধ্যম ও শেষ সূত্রটি হল সত্যাশ্রয়ী হওয়া ও কর্মে রূপায়িত করা প্রতিটি ব্রহ্মবাণী | উপদেশ দেওয়া সহজ কিন্তু তা অনুযায়ী নিজজীবন চালনা করা কঠিন |


আমরা প্রায়ই শুনি যে বিশ্ববিদ্যালয়গুলি বামপন্থীদের হাতে চলে গেছে | তাঁরাই নির্ধারণ করছেন কি পাঠ্য হবে না হবে | দক্ষিণপন্থীদের নাকি তাতে কোনও হাত নেই | তাই নাকি ভুল ইতিহাস পড়ানো হয়েছে এতকাল ও এখনও হচ্ছে দেশের অগণিত ছেলেমেয়েদের | এর জন্য নাকি পণ্ডিত জওহরলাল নেহরুই মুখ্যতঃ দায়ী কারণ তিনি নিজে ছিলেন বামপন্থী | কিন্তু বামপন্থীদের হাতে শিক্ষার ভার চলে যাওয়ার অন্যতম কারণ কি ? তা হল তাঁদের অধ্যয়ণে উৎসাহ, নিজেদের সুশিক্ষিত করার অক্লান্ত প্রয়াস যার ফলস্বরূপ তাঁরা হাতে তূণীর পান অন্যকে পরাভূত করার, যুক্তিবুদ্ধিতথ্যসহায়ে | অতএব, তাঁদের হাত থেকে শিক্ষার ভার নিজহস্তে নিতে গেলে নিজেকে শিক্ষিত করে তুলতে হবে |


শিক্ষাই শক্তি | বামপন্থীদের থেকে অধিক শিক্ষিত, সংস্কৃত হ'ন, সংস্কৃত ভাষায় ব্যুৎপত্তি লাভ করুন, ইতিহাসসচেতন হ'ন, গভীর জ্ঞানলাভ করুন সর্ববিষয়ে, বৌদ্ধিক-চৈতন্যের স্তরে বিবেকনন্দ, শংকরাচার্য, শ্রীকৃষ্ণ হ'ন, সমস্ত হাতে চলে আসবে | দেশের মানুষ আপনাদের কথাই শুনবেন তখন |


বিলাপ নয়, শিক্ষা ব্যক্তিগত স্তরে চাই এখন | তবেই তা কালক্রমে সমাজগত হবে, নিশ্চিত জানুন | এবং যত শীঘ্র আপনি প্রস্তুত হবেন, তত শীঘ্রই আপনার মনোবাসনা পূর্ণ হবে | ব্যক্তিশিক্ষাই মহৌষধি এই মুহূর্তে |


স্বামীজী ঋষি হতে বলেছিলেন আমাদের | তাঁর প্রতিটি কথাই দ্বিধারযুক্ত তরবারি, ব্যষ্টি ও সমষ্টি, ব্যক্তি ও সমাজ, উভয়ের জন্যই সমভাবে উপযোগী | তাঁর এই আবাহনের অর্থ ছিল মানুষকে প্রজ্ঞায়, চারিত্রমাহাত্ম্যে শক্তিশালী করা যার অনিবার্য ফল সমাজের শক্তিলাভ | 


ঋষি হওয়া, অর্থাৎ, পূর্ণজ্ঞানী হওয়া | তাহলে স্পষ্টই পরিস্ফুট যে শিক্ষার মাধ্যমেই ভারতের বর্তমান ও ভবিষ্যৎ উত্থান সম্ভব | এ ছাড়া তো দ্বিতীয় পথ নেই | তাই স্বামীজী বলেছিলেন, জগতে এমন কোনও সমস্যা নেই শিক্ষারূপ মহৌষধি দ্বারা যার সমাধান হয় না | বিশ্বপ্রকৃতির এই মায়িক খেলার হয়ত এইটিই মূল বিধান, মূল সূত্র -- 'এই সমস্যারূপ প্রকৃতি সামনে রইল বিরাট ধাঁধার ন্যায় ; এখন ধাঁধা সমাধান করো তার অন্তরেই নিহীত সমাধানটি খুঁজে |'


আসুন সেই সমাধানটি খুঁজি শিক্ষাসহায়ে | এই শিক্ষা বহিরাঙ্গীণ, এই শিক্ষা আভ্যন্তরীণ | বিজ্ঞান ও বেদান্ত, এই দুইয়ের যুগ্মসহযোগে আসুন স্বীয় জীবন গঠন করি, স্বদেশসেবা করি, স্বধর্ম রক্ষা করি | 🕉 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

IMANDAR AND BEIMAN


IMANDAR AND BEIMAN


A person is not 'imandar' if he is devoid of 'iman', that is, if he does not subscribe to the Islamic tenets. In other words he is a 'beiman'. Understand the concept well. I am a Hindu 🕉. As such I do not subscribe to the Islamic requirements of 'iman'. Hence, I am 'bey-iman' or 'beiman'.


P.S. : Iman is to believe in Allah, the Day of Judgment, His (Allah's) Angels, Books and Prophets and to believe in life after death; and to believe in Paradise and the Fire, and the setting up of the Mizan (scales) to weigh the deeds; and to believe in the Divine Decree, the good and the bad of it (all). [Wikipedia]


Photo : The ninth Sikh Guru Tegh Bahadurji who gave up his life trying to save Kashmiri Hindus 🕉 from forced conversion to Islam, being mercilessly killed by the 'imandar' Aurangzeb Alamgir.

Monday 29 November 2021

হায় হিন্দু ! তুমি নিজেরই শত্রু, পরের পরম মিত্র, স্বধর্মবিরোধী, আত্মঘাতী, দেশদ্রোহী |


হায় হিন্দু ! তুমি নিজেরই শত্রু, পরের পরম মিত্র, স্বধর্মবিরোধী, আত্মঘাতী, দেশদ্রোহী |

-------------------------------------------------


হিন্দুদের হিন্দু আর হিন্দুত্ববাদী, এই দুই ভাগে বিভাজিত করা অনুচিত | এতে হিন্দু সমাজ দুর্বল হয়ে পড়ে | যাঁরা এটি করছেন তাঁরা হয়ত সকলে জেনেবুঝে করছেন না, রাজনৈতিক প্রচারের স্বীকার হয়ে অজান্তে ফাঁদে পা দিচ্ছেন | প্রকারান্তরে এঁরাই বিভাজনের রাজনীতি করে ফেলছেন ও স্বদেশের ও স্বধর্মের ক্ষতিসাধন করছেন | হিন্দুসংহতির বিশেষ প্রয়োজন | এ সব হিন্দুবিদ্বেষী বৈরী বিধর্মীপ্রেমীদের থেকে সাবধান ! এঁদের কথায় কান দেবেন না |


আমি আজীবন হিন্দুধর্ম চর্চা করছি | তথাকথিত হিন্দুত্ববাদীদের সাথে আমার কোনও কোনও বিষয়ে মতদ্বৈধতা থাকতেই পারে, বৈচিত্রময় বিশাল হিন্দু ভাবধারায় তা থাকাটাই স্বাভাবিক, স্বাস্থকরও বটে, কিন্তু তা যদি বিভাজিত করে হিন্দু সমাজকে, তবে তা গর্হিত, বর্জনীয় |


ইসলাম ও খ্রীষ্ঠধর্মের আগ্রাসী ভূমিকা সম্বন্ধে স্বয়ং স্বামীজীই আমাদের সতর্ক করেছেন | তাঁর বাণী ও রচনা পড়লেই জানতে পারবেন যদি অনুধ্যানে দীর্ঘ মনঃসংযম থাকে | এখান থেকে, ওখান থেকে, এঁকে, ওঁকে জিজ্ঞাসা করে, ওয়াটস্যাপে মানুষকে প্রশ্ন করে এ সব জানতে পারবেন না | হিন্দুত্ববাদকে গালি না দিয়ে আগে স্বামীজী পড়ুন ভালভাবে, কুরান, হাদিস আর সিরাহ্ পড়ুন তারপর, তারপর বিচারে বসুন | না জেনে শুধু আন্দাজের ওপর ঢিল ছুঁড়বেন না | মূর্খের প্রলাপবাক্যে ইতিহাস রচিত হয় না, কিয়ৎ ব্যাহত হয় মাত্র কারণ আপনি ও আপনার নিষ্ফল কলরবও ঐ ইতিহাসেরই অন্তর্গত বিষয় |


হিন্দুদের বিরুদ্ধে কাজ না করে হিন্দুদের সহায় হ'ন | স্বামীজী এই বলেছেন, স্বামীজী ঐ বলেছেন না চীৎকার করে স্বামীজীর চিন্তাভাবনার অনুধ্যান করুন | এ কথা ভাববেন না যে হিন্দুুত্ববাদীরা স্বামীজীর বিরোধী পক্ষের লোক | তাঁরাও স্বামীজীরই দ্বারা অনুপ্রাণিত, তাঁকেই দিশারী করে এগিয়ে চলেছেন |


একনাথ রানাডের নাম শুনেছেন ? ঐ কন্যাকুমারিকার ভারত মহাসাগরবক্ষে যে 'বিবেকানন্দ রক টেম্পল'এ সেদিন প্রার্থনা করে এলেন, তাঁরই যন্ত্ররূপ প্রতিষ্ঠাতা তিনি, স্বামীজীর একনিষ্ঠ, বলিষ্ঠ ভক্তসেবক | তাঁর সংকলিত স্বামীজীর বাণী পড়বেন যেখানে স্বামীজীর স্বদেশবিষয়ক সমস্ত রচনা ও বাণী একত্রে ধরা আছে | রামকৃষ্ণ মিশনের বরিষ্ঠ সন্ন্যাসীরা তাঁকে অত্যন্ত স্নেহ করতেন | তাঁদের অকুন্ঠ প্রশংসার পাত্র ছিলেন তিনি, আশীর্বাদের আধার | এই একনাথ রানাডেও কিন্তু হিন্দুত্ববাদী ছিলেন, RSS এর উচ্চ পদাধিকারি, অকৃতদার সদস্য ছিলেন | তিনি ও তাঁর অগণিত হিন্দুত্ববাদী সহযোগীদের অক্লান্ত প্রচেষ্টায় ঐ 'বিবেকানন্দ রক টেম্পল' রচনা হয়েছিল ও তার বিশাল জনসেবামূলক কর্মকাণ্ড আজও সংঘটিত হয়ে চলেছে |


আপনিও তো হিন্দু | স্বামীজীর আদর্শে অনুপ্রাণিত বলে হয়ত দাবীও করেন | তা না হলে আর কোন হিসেবে হিন্দুত্ববাদীদের হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তোলেন ? কিন্তু ভেবে দেখুন তো একবার | আপনিও কি একনাথ রানাডের মত স্বামীজীর অবিস্মরণীয় সমুদ্রমন্থন কর্মটির স্মৃতিরক্ষাকল্পে জীবনপাত করেছেন কিনা ? স্বামীজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে অকৃতদার, একনিষ্ঠ সমাজসেবক রইলেন কিনা এযাবৎ ? যদি তা করে থাকেন তো অবশ্যই অনুভব করে থাকবেন যে এই সব মানুষগুলো আজীবন হিন্দুধর্ম সম্বন্ধে বৃথা বাগাড়ম্বর না করে, আস্ফালন না করে কাজ করে গেছেন আপনার, আমার সুরক্ষার জন্য, হিন্দু সমাজকে বিনাশ হতে রক্ষা করার জন্য | তাই আমরা আজও বেঁচে আছি | তাই আজও আপনি যথার্থ হিন্দুস্বার্থরক্ষাকারিদের গালি দিতে পারছেন কারণ এঁদের কল্যাণে গালি দেবার জন্যও আজও বেঁচে আছেন, বিধর্মীর নরবলির স্বীকার হননি |


আর একটি কথা | রামকৃষ্ণ মিশনেই স্বামীজী সীমাবদ্ধ নন | মিশনকে স্বামীজী রাজনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকতে নির্দেশ দিয়ে গেছেন | তাঁরাও তাই স্বামীজীর অরাজনৈতিক দিকটি নিয়ে যুগস্থাপনা করে চলেছেন | কিন্তু তাতেই তো অবতারের কাজ ফুরোয় না | শিষ্টের পালন, দুষ্টের দমন ও যুগধর্মসংস্থাপনে তাই রাজনৈতিক কর্মেরও প্রয়োজন আছে যা হিন্দুত্ববাদীরা করার প্রচেষ্টা করছেন | তাঁরা হিন্দুর বন্ধু, হিন্দু সমাজকে বিনাশ হতে রক্ষা করাই তাঁদের ব্রত | তাঁদের কাজে সাহায্য করার মহানুভবতা যদি না থাকে তো তাঁদের ক্ষতিসাধন না করে নিজজীবনে মনোনিবেশ করুন | এতেও কল্যাণ |


ভারতবর্ষের ইতিহাসে মুসলমান আক্রমণকারীদের যে অত্যাচারী ভূমিকা, তা Will Durant এর লেখা 'The Story of Civilization' পড়লেই জানতে পারবেন |


'The Mohammadan conquest of India is probably the bloodiest story in history. It is a discouraging tale, for its evident moral is that civilization is a precarious thing, whose delicate complex of order and liberty, culture and peace may at any time be overthrown by barbarians invading from without or multiplying within.' -- Will Durant


দীর্ঘ ১৩০০ বছরের হিন্দুনিধন, হিন্দুকে বলপূর্বক ইসলামে ধর্মান্তকরণ, হিন্দুর দেবস্থল ধ্বংস, সংস্কৃতির বিনাশ, হিন্দুনারীর শ্লীলতাহানি, বলাৎকার, হারেমে যৌনদাসীরূপে নিক্ষেপ, পরিশেষে দেশভাগ, তৎপশ্চাৎ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও কাশ্মীরে হিন্দুনির্যাতন -- এত কিছু হওয়া সত্ত্বেও যদি চোখ না ফোটে তো 'সমুখে শান্তি পারাবার' | শান্তির ধর্ম তার পরম শান্তি বিস্তারে কিন্তু ১৪০০ বছর একইভাবে লেগে আছে, একইভাবে এগিয়ে চলেছে | সেই শান্তিলাভের জন্য প্রস্তুত হ'ন | তখন কিন্তু এই হিন্দুত্ববাদীদেরই প্রয়োজন হবে | আজ বিরোধীতা করে তাঁদের দুর্বল করলে কাল তাঁদের সাহায্য পাবেন না | আর যদি বলেন রাজনীতি করছেন তাঁরা, তাঁরা ভণ্ড প্রতারক, তবে আপনি নিজে বলিষ্ঠ হিন্দু হয়ে প্রাণপাত করুন ইসলামের জিহাদ আটকাতে | আমরা আপনার নবহিন্দুত্ববাদের অনুগামী হব | 


মূল কথা, কুরান পড়ুন, হাদিস পড়ুন, সিরাহ্ পড়ুন | সব জানতে পারবেন | তার আগে অন্য জ্ঞানের সহস্র চর্চরি করলেও লবডঙ্কা হবে ইসলামের মূল নীতি জানার ব্যাপারে | এখনও সময় আছে, জাগুন, নইলে বিনাশ অনিবার্য |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

কথামৃত অন্য আলোয় ... ৩


কথামৃত অন্য আলোয় ... ৩


কে বলে ঠাকুর মূর্তিপূজারী ছিলেন ? তিনি চিন্ময়ী আদ্যাশক্তির, মহাকালের সাথে রমণরতা মা কালীর ভক্তসন্তান ছিলেন | তাঁর সম্বন্ধে ভক্তচিতে স্থীত অধিকাংশ ধারণাই ভ্রান্ত |


ঠাকুরের মা কালী হলেন চৈতন্যঘনবিগ্রহ | সেই অনন্তবিলাসিনীর চিন্তা করতে করতে তিনি তন্ময় হয়ে গিয়েছিলেন, মাতৃচেতনায় মাতৃময়, স্বয়ং মা হয়ে গিয়েছিলেন | কালী ঐ রামকৃষ্ণ শরীর গড়ে সেই শরীরে বিলাস করলেন, এমনই স্বামীজী বলেছেন |


জগৎকল্যাণে অবতরণ মায়ের যুগস্থাপনার জন্য | এ নিগূঢ় তত্ত্ব, সাধারণে বোধগম্য নয় | আপাত সরল গদাধর জগৎপ্রপঞ্চের কার্যকারিতার গভীর পর্যবেক্ষণকারি মহা ব্রহ্মবৈজ্ঞানিক | তিনি কিছু মাটির অবয়বে আবদ্ধ নিরক্ষর মূর্খ নন | তিনি মহা ধীশক্তিসম্পন্ন মহাপুরুষ, নরকুলশ্রেষ্ঠ তত্ত্বজ্ঞ | তিনি কেন মাটি দেখবেন ব্রহ্মপ্রকাশ বিগ্রহকে ? মাটি দেখেন কুমোর সর্বত্র, চিন্ময়কেও মৃন্ময় দেখেন | আমরা সাধারণে সেই কুমোর | 'শুক্রবার গরুর গাড়ি বোঝাই করে কলসি হাঁড়ি নিয়ে' ভোগের সংসার পাততে পারি দি |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র : Vraja Mohana এর প্রতি সৌজন্য স্বীকার |

চাচা, মরার পরেও বাঁচা |এই না হলে খাঁচা ?


চাচা,

মরার পরেও বাঁচা |

এই না হলে খাঁচা ?

--------------------


আমি স্বর্গ, নরক, উভয়কেই প্রত্যাখ্যান করলাম | কোনও রামকৃষ্ণলোকে যাওয়ার অভিলাশ নেই আমার | মৃত্যুর পর সূক্ষ্ম আধ্যাত্মিক আনন্দভোগের বাসনা পোষণ করি না যে রামকৃষ্ণলোক ইত্যাদি কামনা করব | আমার ইহজগতের কর্মই নির্ধারণ করবে মৃত্যুর পরবর্তি কি অবস্থায় কোথায় স্থান হবে আমার | সে বিষয়ে বিন্দুমাত্র জানার আগ্রহ নেই কারণ মরার ভয় নেই কোনও আর স্বদেশসেবার কাজ এই মুহূর্তে বিস্তর |


যে মর্ত্যলোকে আছি এখন বুদ্ধি, হৃদয় ও চৈতন্যবিশিষ্ট হয়ে, সেই মর্ত্যলোকেই মরণোত্তর থাকতে হবে দুটি জীবনের অন্তর্বর্তি অবস্থায় বলে বোধ করি | যিনি রামকৃষ্ণময় -- এমন বড় একটা দেখি না, শুনি অনেক -- তিনি তাঁর নামাঙ্কিত চৈতন্যলোকে এখনও অবস্থান করছেন, তখনও করবেন | মা স্বয়ং এমন রামকৃষ্ণ স্মরণে জীবন অতিবাহিত করেছেন বলে কথিত আছে | মা নিশ্চয় ঠাকুরের সান্নিধ্য হতে বঞ্চিতা হবেন না কারণ অভিন্নহৃদয় শ্রীশ্রীঠাকুর তাঁর পূর্ণাঙ্গিনী ব্যতীত বিফল, নিশ্চিহ্ন, যা অসম্ভব | তাই মা রামকৃষ্ণচেতনায় অধিষ্ঠাত্রী দেবী, রামকৃষ্ণলোকে নিত্য অবস্থীতা | আমিও কি তাই ? কই ? না তো | তাহলে ? ওসব বৃথা বাগাড়ম্বর, নয়ত অলসের, ভীরুর, স্বার্থান্বেষির, আত্মপ্রবঞ্চকের বিত্তবাসনার প্রসারিত ইচ্ছা, নির্বোধের অলীক কল্পনা |


মর্ত্যলোকই অমৃতলোক, ব্রহ্মলোক, চৈতন্যলোক, ধর্মলোক, কর্মলোক -- যাঁর যেমন দৃষ্টি, তেমনই দেখেন | এখানে মাতৃপূজার তরে আত্মাহূতি, মুক্তির আকাঙ্ক্ষায় যূপকাষ্ঠে বলি হতে আসা | আবার কোথায় যাব বাসনার পুঁটলি নিয়ে, সংস্কারের তাড়নায় বলি হতে, কোন স্বর্গে আপেল খেতে পুনরায় মর্ত্যে পতনের জন্য, কোন জন্নতে ৭২ হূরের অভিলাশে তার ৭৩ তম সংস্করণ সেজে -- কারণ প্রকৃতির বশবর্তি সকলেই প্রকৃতিস্বভাব, 'পুরুষ'নারী নির্বিশেষে ? যা আছি, তাই ছিলাম, তাই থাকব | এ সব মায়ার বন্ধন -- মর্ত্য, স্বর্গ, নরক, রামকৃষ্ণলোক, দেবীলোক, গোলক ইত্যাদি, বাসনার ব্যাপক বিস্তার, মনের কারসাজি | ওসবে কাজ নেই | বীর হতে হবে, মৃত্যুকে সরাসরি রণে সম্বোধন, সম্মুখসমরে পরাভূত করা | কালীর সন্তান আমরা | কোন  মৃত্যুকে ভয় করি ? কোন স্বর্গসুখ কামনা করি যা পার্থিব সুখেরই নামান্তর, বাসনার ভূরিভোজ ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

SHED PASSIVITY AND FIGHT FOR YOUR SURVIVAL AS A RACE


SHED PASSIVITY AND FIGHT FOR YOUR SURVIVAL AS A RACE


Hindus 🕉 must develop mental strength. Stop singing and dancing in an effeminate manner. Rouse instead the manhood lying latent in you. Now is the time to exhibit strength, courage of conviction and resolute patriotism and to renounce the overly delicate side of life that is born in infatuation and bred in fear of facing the brutal realities of life square on.


The enemy has prepared itself for the kill. Now if you do not ready yourself even for vigorous self-defence, be ready then for annihilation as must befall the coward in a world where Darwininan laws of survival yet prevail.


This is the situation that faces you. Determine what you will do about it.


Written by Sugata Bose

Sunday 28 November 2021

DEPTH TREATMENT NECESSARY 


DEPTH TREATMENT NECESSARY 


Surface treatment will not do. The disease is deep and doctrinaire. The ideological war must be won. Like a pack of loosened cards this toxic house will then totter to its precipitous fall. Here work must be done. 


No more must falsities from Hindu monastic organisations be entertained. They are doing Hindus 🕉 the gravest harm by not only refusing to expose these toxic systems of religious practice in the name of attempting harmony of religions but by positively endorsing them as valid paths to spiritual perfection which they are patently not. Hindus 🕉 must no more be cheated by these home propagators of untruth. They must take to the serious study of these toxic scriptures that work virally against Hindu 🕉 interests and in consequence against national interest.


Knowledge is power. Only when Hindus are equipped in the correct understanding of these pernicious thought systems that are aimed at the destruction of all civilisational  values will they realise what a grave danger they are in as a people with their spiritual culture under the threat of extinction and they themselves remaining under siege now for thirteen centuries whose mounting cost they have been paying ever since the fall of Hindu Sindh in 712 C.E.


Written by Sugata Bose

O SUBCONTINENT'S MUSLIMS, FORGET NOT WHAT THE INVADING MUSLIMS HAD DONE UNTO YOUR ANCESTORS 


O SUBCONTINENT'S MUSLIMS, FORGET NOT WHAT THE INVADING MUSLIMS HAD DONE UNTO YOUR ANCESTORS 


Indian, Pakistani, Bangladeshi and Afghan Muslims should never forget that they are the descendants of the Hindus 🕉 who were largely force-converted to Islam by Middle Eastern invaders. Their ancestors were looted, murdered, molested and enslaved. Their precious possession, their age-old spiritual culture was confiscated from them, their temples destroyed and mosques built in their places. Their ancestors had thus suffered and they are rejoicing in the name of those barbarians who had desecrated their holy motherland. They should remember the gory past, the atrocities committed by these proselytising Bedouins on their forefathers, and in remorse return to the Mother Faith, the Sanatan Dharma, and bring peace and prosperity to the subcontinent. India was a single geographical and spiritual-cultural entity in the past for millenia and so must it in the future become. And so will it become with the onset of true civilisation in these dismembered sections of erstwhile undivided India. 


Written by Sugata Bose

IN A NON-CONTEXTUAL RESPONSE TO A PART OF SWAMI VIJNANANANDA'S STATEMENT WHICH RUNS AS FOLLOWS :


IN A NON-CONTEXTUAL RESPONSE TO A PART OF SWAMI VIJNANANANDA'S STATEMENT WHICH RUNS AS FOLLOWS :

'One reason for the decadence of our country is that in the name of religion, people put forward harmful theories, as a result of which, people lose their faith in religion itself.' ... Swami Vijnanananda

-----------------------------------------------------


One such theory is that all religions lead to God and that the essence of all religions is the same which we must in the light of knowledge admit as patent falsehood. Truth triumphs, never so falsity. Hence, by trumpeting religious harmonic falsities, we, Hindus 🕉, have drawn on us the ire of the gods and our doom in consequence at the hands of intolerant adversaries in the so-called harmonic world of so-called fraternal religions. God save us from such heresies in the name of superficial harmony which allows the brood of intolerance to silently multiply before, like locusts, they swarm on us, edible harvest, and send us to annihilation here and perdition in the hereafter, for where else can cowards get good accommodation? 


Written by Sugata Bose


Photo : courtesy, Vraja Mohana

TIME FOR SELF-REFLECTION 





TIME FOR SELF-REFLECTION 


I do not believe monks and devotees meditate and chant regularly and read Swamiji with attention. Neither do they live frugal lives as Sri Ramakrishna and Swami Vivekananda have exhorted them to do. Too much of laxity has crept in, too much of self-indulgence. If they did follow sincerely the divine duo, we would not have had such a mass of cowardly monks and lay devotees that a minority of miscreants can run away with any mischief, any amount of violence against Hindus in the name of their totalitarian and intolerant to the extreme religion.


Regular practice of spiritual exercises and the observance of purity and truth make one fearless. But I find the lot of my online associates and my acquaintances otherwise extremely cowardly. They fear to voice their free opinion on Islamic violence against Hindus 🕉. They freely criticise the Hindus but choose to remain mute spectators to Islamic atrocities on them 🕉.


We were not such a cowardly race before. Debilitated we were, true, by conquest on account of disunity, jealous of each other as is the attribute of a declining polity but never quite so cowardly as now. What is the matter with us? What has gone wrong and where? Where lies the solution? I ask you all to question yourself thus and come up with solutions, both on the individual front and in the collective scenario of the polity.


Written by Sugata Bose


Photo : courtesy, Vraja Mohana 

HOW LONG MUST HINDUS 🕉 SUFFER ON ACCOUNT OF WRONG KNOWLEDGE AND GROSS IGNORANCE ?


HOW LONG MUST HINDUS 🕉 SUFFER ON ACCOUNT OF WRONG KNOWLEDGE AND GROSS IGNORANCE ?


1300 years of tortured history. You know why Hindus 🕉 suffer? Ignorance of own religion and of Islam. Read the Qur'an and the Bhagavad Geeta. Then compare. Everything will be clear.


Self-defence requires knowledge of one's strength and that of the adversary too. Most important is to know the character of the adversary, his intent, motivation, source of power and the chinks in his armoury. How can these be known by an ignorant mass called the Hindu 🕉 Samaj, especially when Hindu religious organisations spread lies about the oneness and the truth of all religions -- which Islam denies of course --, thereby deluding the Hindu polity into easy gullibility and defencelessness? It is time to learn about the rudiments of Islam as an academic exercise at least by all Hindus 🕉 and come to terms with this 1300 year old Islamic conquest of the Indian subcontinent and its spiritual culture. 


Written by Sugata Bose

LIKE WILD FIRE SPREAD OUT AND SPREAD THE SANATAN DHARMA 


LIKE WILD FIRE SPREAD OUT AND SPREAD THE SANATAN DHARMA 


Massive preaching of the Vedanta in simple terms is necessary in Islamic countries. The Ramakrishna Mission must apply for preaching the Vedanta in the birthplace of Islam, Saudi Arabia, which is on a reformist course. In all probability their application will be rejected but the effort must be made, nonetheless. If ISKCON can make inroads into so many countries with its rather limited philosophical repertoire, why cannot the Ramakrishna Mission do so? After all, the universal approach and acceptance of the Vedanta should make it appealing and amenable for acceptance by all. I fully realise that this is a fanciful idea but ideas originally are ever so seemingly fanciful but gain credence with time. Then they get translated into concrete reality. So, the Ramakrishna Mission must spread throughout the world, tough though they may find the going. Israel is a Jewish ✡ state and the Mission could begin by trying its luck there. One more thing. The Ramakrishna Mission must have a good theological college where expert training in the preaching of the Sanatan Dharma may be imparted to the eligible monks. Austerity, erudition and zeal are the keys to success. May the Sanatan Dharma find effective preachers as the spiritually starved world is thirsting for light!


Written by Sugata Bose 


Photo : courtesy, Vraja Mohana

HINDUS 🕉, DO NOT CONVERT TO ISLAM


HINDUS 🕉, DO NOT CONVERT TO ISLAM 


🕉 Hindus, under no circumstances convert to Islam. There is no freedom there, no hope of escape once you have converted into it for conversion out of Islam is considered crime as per Islamic tenets and punishable under the Sharia with death, and there is no philosophy in Islam ☪️ that can sustain you or explain the mysteries of your existence in truth. There is no spirituality, only instilling of fear of the here and the hereafter in hell and the alternative inducement of an eternal life in an exotic, pleasurable heaven which we,  Hindus 🕉, spurn as so much cheap reward for us, infinite souls, who are the sustainers of all such paradise and perdition.


Hindu 🕉 girls, beware! Do not fall into the love-trap which exacts for it your conversion into Islam for that is evidently what happens in marriage to a Muslim. The Hindu girl or the boy has to convert to Islam before she or he can marry a Muslim groom or bride. This is the inviolable condition of Islam ☪️ and you will never find an exception to it.


Do not gobble up the bait of the Dawat-e-Islami (invitation into Islam) whose sole purpose is to convert you and bring you to the fold of Islam ☪️. There is no philosophy in Islam, no sublimity in spirituality in its original form and no scope of challenging its God or founder in order to prove its invalidity in reasonable and in truth terms. It is based on absolutist control of its adherents which is why it seeks absolute submission to the Islamic God, which by the way is not the Ishwar -- the Hindu benevolent and loving God -- you have been used to worshipping since childhood. Once you have converted, you have sold your soul to unreason, enforcement in every phase of life and living, a daily diet of indoctrination and brainwashing, and intolerant views about other religions, worst of which is towards your own erstwhile Sanatan Dharma (Hinduism) whose destruction is the stated scriptural intent of your newly embraced faith.


So, beware! Live in freedom, live in security, live in peace despite the imperfections that may obtain in your Hindu 🕉 society. At least freedom is there in it and a vast scope for spiritual practice and attainment of spiritual perfection. Remember what Shree Krishna says in the Bhagavad Geeta -- 'Svadharmey nidhanam shreyoh paradharma bhayaavaha' (Better by far is to die following one's own righteous code (read, 'religion/faith/way of life') for terrible it is to follow another's (read, 'religion/faith/way if life'). Remembering this, never convert to Islam ☪️.


O my Hindu 🕉 sisters and brothers, Hinduism is philosophically infinitely superior to Islam. It is the only scientific religion in the world. Buddhism ☸, Jainism, Sikhism and the like are all Indian dharma traditions and they are all being included here when I say so. They are derivatives of the Sanatan Dharma even in reaction to it -- as Jainism and Buddhism were -- or in defence of it -- as Sikhism historically was -- and are, thus, heirs to reasonable thinking and rational philosophies. I end by reiterating, do no convert to Islam ☪️.


May Shree Krishna protect you all! May Mother Durga be your guard against the evil of conversion! May Shankaracharya illumine your path! May Swamiji hold your hand and lead you to liberation! 🕉 


Written by Sugata Bose

প্রণত যিনি, সিদ্ধ তিনি 


প্রণত যিনি, সিদ্ধ তিনি 

-----------------------


প্রণত যিনি, সিদ্ধ তিনি -- এই মন্ত্রটি মনে রাখলে দীক্ষা সার্থক, বুদ্ধি পরিশুদ্ধ, হৃদয় প্রসারিত, চিত্ত স্থিরীকৃত | চৈতন্য কখন দ্বারপ্রান্তে অপেক্ষমান | সংস্কারমুক্তির আর অধিক বিলম্ব নেই | কর্মের রেশ ফুরোলেই অমৃতসাগরে অবগাহন, অমৃতের অনন্ত আস্বাদন | গুরু পথপ্রদর্শক, গুরু পাথেয়, গুরু পরিসমাপ্তি, গুরু পরম প্রাপ্তি | ইষ্ট আর গুরু সেখানে একীভূত | পরমকারুণিক শ্রীগুরুর শ্রীচরণে প্রণাম |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

BAN BLASPHEMY, SAVE HUMANITY 


BAN BLASPHEMY, SAVE HUMANITY 


Blasphemy law and the like should be abolished in Islamic states and theological imposition done away with.


Pakistan and Bangladesh, despite having been historical enemies, have always been theological siblings. As such these two severed sections of India have been hotbeds of archaic theological absolutism since inception and have been in need of modern medical treatment since long. It is a tribute to global unconcern that 390 million plus people should be left medically unaided and allowed to perish from the pernicious effects of medieval doctrinaire transmission while the rest of humanity barring the theological siblings of these two countries advances on the tide of progressive thinking.


Why should the world be so careless about the Islamic world and allow it en masse to sink in the mire of irrational scriptural fixation? It is our duty to read the Islamic scriptures and explain to Pakistan and Bangladesh at least -- for they are in geographical solidarity with India and, so, part and parcel of our concerns -- that it is better to bury the theological past and embrace the light of modern science and reason if they are to avoid prospective cultural calamity. So, I request all my friends and associates to get down to working in this regard. 


Written by Sugata Bose

MISSION UNACCOMPLISHED


MISSION UNACCOMPLISHED


Superb, succinct statement, a pithy, perfect picturisation of a perverse people's perversion proliferating through progressive generational relayed transmission. Where lies the hope? It is in breaking the bondage of indoctrination by banning text that tortures the thinking mind by stifling thought itself in the form of forced submission to the imaginary supreme being which then proceeds to pervade the entire mind-space and develop demons out of divinities.


Europe had once to struggle for centuries against such theocratic stranglehold and liberalism won the day amidst a deluge of blood and broken bodies. The fight has now spread to Asia and especially the Indian subcontinent, the epicentre of this doctrinaire diabolism. Britain aided and abetted this movement but cannot be held responsible for its doctrinaire content which arose elsewhere beyond British bounds.


The toxic ideology must be combated square on and humanised. Else, India has a worse sufferance to endure. India will thwart this threat eventually as she has with limited success done in the past even as her own age-old cultural space has thereby diminished and her global humanistic influence dwindled. But this time it shall be different as her newly awakened cultural consciousness will ensure a complete conversion of this corrosive consequence to a Vedantic elevation. The task ahead is tough but it must and will be accomplished. It's now a matter of time and order coming through impending chaos.


Written by Sugata Bose

স্বামীজীর অনুধ্যান ... ৩


স্বামীজীর অনুধ্যান ... ৩


নিছক নাস্তিকতায় কাজ হবে না | চাই গভীর শ্রদ্ধা, নচিকেতার ন্যায় শ্রদ্ধা, যমের মুখে পড়েও যিনি মৃত্যুরহস্য উন্মোচনে আগ্রহী হয়ে পড়লেন, অমরতালাভের যে তত্ত্বজ্ঞান, তাই চেয়ে বসলেন, নিজের জন্য নয়, সমস্ত মানবজাতির জন্য | এই রকম গভীর আস্তিক্যবুদ্ধি মানুষকে ক্ষুদ্র প্রাদেশিক, জাতিগত অথবা পন্থাগত গণ্ডিতে বাঁধে না, তা মানুষকে অসীমের মাঝে মুক্তি দেয় ভূমার সাথে একত্ববোধ দান করে |


উপনিষদ এই বিশ্ববাণীর সংকলন, অমূর্ত বিগ্রহসম | এই ঔপনিষদিক বাণীই বেদের চূড়ান্ত বিবর্তন যা সেই অর্থেই বেদান্ত বলে আখ্যাত | বিশ্বের দরবারে এই বেদান্ত প্রচারেই ভারতের সর্বোচ্চ কল্যাণ | আধুনিক কালে স্বামীজী এই বেদান্তেরই বার্তাবহ হয়ে পাশ্চাত্যে গমন করেন ও অভিভূত করেন পাশ্চাত্যবাসীকে আত্মার আন্তর অনুভূতি জাগ্রত করে | 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

Saturday 27 November 2021

ওঃ, কী তাণ্ডব !

ওঃ, কী তাণ্ডব !

-----------------


লাউডস্পিকারে আজ়ান্ দিলে মনঃসংযমের ব্যাঘাতহেতু কাজে ক্ষতি হয় কিন্তু আজ প্রতিবেশীর বাড়ী হতে ভয়ঙ্কর জোড়ে ঘন্টার পর ঘন্টা লাউডস্পিকারে যে হিন্দি চলচ্চিত্রের গান প্রচার হচ্ছে আনন্দ বিতরণের জন্য তাতে শারীরিক ক্ষতি হচ্ছে বলে বোধ করছি | ড্রাম বাজছে এত জোড়ে স্পিকারে যে আজ়ানের মানসিক ক্ষতিকেও তা ছাপিয়ে যাচ্ছে শরীরের ক্ষতি করে | যাঁরা হৃদরোগী তাঁদের কষ্টের কথা তো কল্পনাতীত | 


মেয়ের বিয়ে দেবেন, তো এ কি অসভ্যতা ? হিন্দুকে বলপূর্বক যেমন আজ়ান শোনানো হয় দিনে পাঁচবার, আজ তার থেকে অব্যাহতি পেয়েছি এই বিবাহরূপ আনন্দবিতরণের শব্দদূষণে | আজ কোনও আজ়ানের টু শব্দটি শুনতে পাইনি এযাবৎ, এমন তাণ্ডব বিবাহবাদীরা করছেন |


আছি ভাল শান্তির দেশে | ছেলেমেয়েদের লেখাপড়া নেই, আছে শুধু হইচই আর তমোগুণের অবিমিশ্র প্রসার |


এবার দেখছি শব্দটা বন্ধ হল একটু | বাঁচার চেষ্টা করে নি আমিও একটু এবার | বুকের কষ্টটা একটু কমুক |


লেখক : সুগত বসু (Sugata Bose)

RESIST THOU EVIL BEFORE EVIL BECOMES THE POLITY


RESIST THOU EVIL BEFORE EVIL BECOMES THE POLITY


Significant but too late now, I guess. Still resistance is necessary to prevent the evil from going totally out of bounds and destroying society en masse. But devotees are fast asleep, not even aware of the impending catastrophe despite the repeated lessons of history. Who can waken a self-deluded lot? Even God has failed. He has promised a second coming. But will it help when He will spring into terrestrial being from that very debilitated, self-deluded, self-deceiving, self-defeating, self-serving, selfish society? Some amount of learning, I mean knowledge of history, must go hand in hand with spiritual realisation. Otherwise, core concerns of society will go unaddressed and followers of the Divine Incarnation will do surface cleaning in the name of depth-work while society goes to pieces again as lay devotees and monastics remain petrified and selfish, mute spectators awaiting yet another descent of the Lord to save them. This has been the history of the past umpteen centuries and has brought us down from global influence to bare, struggling survival in a dismembered part of the ancient motherland, and if the trend in persisting weakness in the name of passive piety continues, it will spell the doom of this ancient spiritual culture like the offending evil has thus far done to us partially and to so many others in other parts of the world in complete annihilation. I am writing about the impending doom but who listens? Anybody there?


Written by Sugata Bose

সনাতন ধর্ম সহজ করে ... ২


সনাতন ধর্ম সহজ করে ... ২


হিন্দু মূর্তিপূজারি বটে কিন্তু হিন্দু মোটেও ঈশ্বরকে মূর্তি জ্ঞান করেন না | হিন্দু প্রতীককে অবলম্বন করে প্রকৃতির পারে প্রকৃত তত্ত্বে পৌঁছানোর প্রয়াস পান | স্বামীজী বলেছেন, প্রতিকৃতিকে অবশ্যই ঈশ্বর জ্ঞান করা যেতে পারে কিন্তু যে ভুলটি আমাদের এড়াতে হবে তা হল আমরা যেন কোনমতেই  ঈশ্বরকে প্রতিকৃতি জ্ঞান করে না বসি | প্রতীক অবশ্য ঈশ্বরের প্রকাশরূপে পূর্ণ ঈশ্বর কারণ ঈশ্বর অখণ্ড, তাঁর অংশ হয় না, আপাতপ্রকাশেও তিনি পূর্ণই থাকেন | কিন্তু বিশ্বপ্রকাশক ঈশ্বর তাই বলে কিছু প্রতীক নন | তিনি প্রকাশের উৎস, সত্যবস্তু, প্রকাশে অনুস্যূত অথচ বস্তুতঃ স্বতন্ত্র | ঈশ্বরের প্রতীক, প্রতীকের ঈশ্বর নয় ; প্রতীক ঈশ্বর কিন্তু ঈশ্বর প্রতীক নন |


সহজ করে বলি | আপনি যদি আপনার বন্ধুকে আপনার অনুপস্থিতা মায়ের চেহারাটি দেখাতে চান তাহলে হয়ত তাঁকে আপনার মোবাইলে তোলা মায়ের ছবি দেখাবেন | ধরুন একটি ছবিতে অনেকের সাথে আপনার মায়ের আলোকচিত্রটিও আছে | আপনার বন্ধুটি জিজ্ঞাসা করলেন এঁদের মধ্যে কোনটি আপনার মা | অমনি আপনি আঙুলের ডগা দিয়ে দেখিয়ে দিলেন | বন্ধুটি বললেন, "এইটি তোমার মা ?" আপনিও সম্মতিসূচক মাথা নাড়লেন | এর দ্বারা কি এটি প্রমাণিত হল যে আপনি মানুষ অথচ আপনার মা মানুষ নন, মানুষের আকৃতিধারিণী আলোকচিত্রমাত্র ?


এই রকমই কতকটা উত্তর দিয়েছিলেন স্বামীজী আলওয়াড়নরেশকে | মহারাজ যখন স্বামীজীর কাছে মূর্তিপূজার যাথার্থ্য ও কার্যকারিতা সম্বন্ধে সন্দেহ প্রকাশ করে প্রশ্ন তুললেন তখন যতিরাজ তরিৎগতিতে দেওয়ালে টাঙানো মহারাজের প্রতিকৃতিটি নামাতে অনুরোধ করলেন দেওয়ানজীকে | মহারাজের নির্দেশে কর্মটি সম্পাদিত হলে স্বামীজী দেওয়ানজী ও উপস্থিত সকল অমাত্যবর্গকে ঐ প্রতিকৃতির ওপর থুতু ফেলতে আদেশ দেন বজ্রবিকম্পিত কণ্ঠে | স্তম্ভিত সভাসদগণ তা মহারাজের ঘোর অপমানজ্ঞানে ঐ কর্মসম্পাদনে নিশ্চেষ্ট থাকেন ও দেওয়ানজী স্বামীজীর এই স্পর্ধার কৈফিয়ত চান | মহারাজ মঙ্গল সিংহ সকল ঘটনা যেন এযাবৎ নিরাসক্তভাবে দেখছিলেন | তাঁকে উদ্দেশ্য করে নির্ভীক যতিরাজ বলতে লাগলেন যে মহারাজের ছবি তো কাগজ ও কালিমাত্র, মহারাজ সশরীরে তো নন | তাই ছবির অবমাননায় মহারাজের ব্যক্তিসত্তার কোনও অবমাননার সম্ভাবনা আদপেই নেই | অথচ, মন্ত্রী ও অমাত্যবর্গ সকলেই মহারাজের প্রতিকৃতিতে থুতু ফেলতে অস্বীকার করলেন তাঁর ব্যক্তিত্বের অবমাননা করতে পারবেন না বলে কারণ ছবির মধ্যে তাঁরা মহারাজের ছায়া দেখতে পাচ্ছেন, তাঁকে প্রায় সশরীরে মানসলোকে উপলব্ধি করছেন | ঠিক একই কারণে হিন্দু প্রতীকের পূজা করেন কারণ তিনি শ্রদ্ধাবশতঃ মানসলোকে এই প্রতীকসহায়ে তাঁর ইষ্টদেবদেবীর চিন্তা করতে সক্ষম হন | হিন্দু ভালই জানেন যে জড়বস্তু চৈতন্যময় সর্বেশ্বর না হলেও ঐ সর্বেশ্বরেরই সীমিত প্রকাশ যাকে অবলম্বন করে সাধক অসীম বিশুদ্ধচৈতন্যস্বরূপ ঈশ্বরের আরাধনা, নৈকট্য ও পরিশেষে একত্ব অনুভব করতে সক্ষম হন | মূর্তি অথবা পরিমার্জিত ও সুশোভিতভাষায় বিগ্রহ ঈশ্বরের প্রতিভূ তো বটেই কারণ তা ঈশ্বরের প্রকাশ, ঘটির জল যেমন সাগরের জলেরই সীমিত রূপ | কিন্তু তাই বলে চিন্তাশীল হিন্দু জাতি এত নির্বোধ নন যে তাঁরা ভেবে বসবেন ঈশ্বরকে মূর্তিমাত্র | 


স্তম্ভিত মহারাজ মঙ্গল সিংহের চৈতন্য হল | স্বামীজীর কাছে নিজ ধৃষ্টতার যথাযথ মার্জনা প্রার্থনা করে তিনি আধ্যাত্মিক উপদেশ ভিক্ষা করলেন | স্বামীজীও তাঁকে উপযুক্ত উপদেশ দিয়ে আশ্বস্ত করলেন |


লেখক : সুগত বসু (Sugata Bose)

Friday 26 November 2021

THE CONFUSED HINDU 🕉 AND HIS HARMONY-CALLS IN THE WILDERNESS


THE CONFUSED HINDU 🕉 AND HIS HARMONY-CALLS IN THE WILDERNESS


Who exactly is a Jihadi? Do you know? Have you any idea of the range of Jihad? Read the Islamic scriptures and find out. Do not entertain rosy illusions. Be hardworking and rooted in reality. Your easy equation of the Gods of all religions as evident in your much proclaimed aphorism, 'As many faiths, so many paths,' is your own particular fancy which your Muslim ☪️ brother and Christian ✝️ brother do not admit as valid. So, keep your superficial religious harmony counsel to yourself and come to terms with the core concepts of these exclusive religions which reject your universal Sanatan Dharma as so much gibberish of the confused Hindu 🕉 mind.


Written by Sugata Bose

BEWARE OF FILM AND ADVERTISING CULTURE !

BEWARE OF FILM AND ADVERTISING CULTURE !


Hindus can never be strong if they follow corporates and their character-weakening culture of advertising. This film culture, entirely sensate and that too of a nerve-debilitating type, will destroy whatever residual manhood there is in the Hindu 🕉 race. Fortunately, there are vast numbers of poor people whose hard lives of earthly subsistence leave them no time to follow these crass celebrities who are ruining the nation with their acting antics, their delusive inducements forwarded via the screen to the unsuspecting public which then eat into the vitals of the race. Beware of film culture, advertising culture and indihenous imitation of frothy western culture if you wish to preserve your manhood!


Written by Sugata Bose

হিন্দু রাষ্ট্র ... ১


হিন্দু রাষ্ট্র ... ১


ভারতের আজ আভ্যন্তরীণ বিপদ, আবার বহির্শক্তি থেকে বিপদ | এই সময়ে কী কাপুরুষতা সাজে? প্রতিটি স্বদেশপ্রেমীর আজ শক্তিমান হওয়া কর্তব্য | নইলে ধর্ম, আবরু, কিছুই বাঁচবে না | ভারতের সনাতন সংস্কৃতি ও ধর্ম সমূলে বিনষ্ট হবে যেমন হয়েই চলেছে সহস্রাধিক বছর ধরে | 


বিভাজিত ভারতবর্ষের রূপটা একবার দেখুন | হিন্দুর দেশ ভারত উপমহাদেশে হিন্দু বিধ্বস্ত, আক্রান্ত | যখন তখন আমরা দেখি হিন্দুহত্যা, হিন্দুর মন্দির ভাঙচুর, হিন্দু বালিকা, নারী নির্যাতিতা, হিন্দু ধর্মান্তরিত | কে দায়ী এর জন্য ? আততায়ী অবশ্যই, কিন্তু হিন্দুর আত্মঘাতি চরিত্রও এর জন্য সমানভাবে দায়ী | হিন্দু না জানে কে তার বন্ধু, না জানে কে তার শত্রু ; না জানে নিজধর্ম, না জানে বিদেশী বৈরী মনোভাবাপন্ন ধর্মের আকারধারী রাজনৈতিক মতগুলির নিগূঢ় মতলবগুলি | স্বেচ্ছায় যে নিঃশক্তি থাকে, কে তাকে বাঁচাবে ? সে তো নিজের চিতা নিজেই সাজিয়ে রেখেছে | মরণের অপেক্ষামাত্র, সৎকারের সুবন্দোবস্ত প্রস্তুত |


এরপরও ভবিষ্যদ্বাণী করছি -- হিন্দু এই রচনাটি পড়বে, তারপর ভয়ে সন্তর্পণে পাশ কাটিয়ে পালাবে | কিন্তু যাবে কোথা ? সোজা শ্মশাণ, যমের উন্মুক্ত দুয়ার | এখনও সময় আছে | জাগো, হিন্দু, জাগো !


লেখক : সুগত বসু (Sugata Bose)

MERCENARIES MASQUERADING AS MESSIAHS

MERCENARIES MASQUERADING AS MESSIAHS


The Sanatan Dharma has now become a grand enterprise. Mercenaries are making money by the millions by duping millions in the name of the good old God and by offering novelties in the name of yoga and philosophy. The same thing is true of Christianity and Islam where the gullible are regularly fleeced by clever crooks pretending to preach pristine principles of religion. This is a shameful situation but, I guess, an expected side-development of capitalism in human society, an aberration of spirituality and a terrible degeneration of human character.


Written by Sugata Bose

I WASH MY HANDS OFF FROM ALL SUCH COMMERCIAL CULTURE AS CHARACTERISE PSEUDOSPIRITUALITY


I WASH MY HANDS OFF FROM ALL SUCH COMMERCIAL CULTURE AS CHARACTERISE PSEUDOSPIRITUALITY


The way you ISKCON monks accost people and do your commercial transactions in the name of Krishna by saying that you are offering a free gift of a book and thence proceed to ask for a donation is ethically blameworthy, and as India is at the epicentre of this movement from founder to many a follower, it is quite a shame for all of us. I dissociate myself from this aspect of your movement where you are patently pecuniary in your daily drive while pursuing a fanatical belief system that has hardly any sustaining rationality behind it. Though you seemingly espouse the cause of Krishna and Chaitanya, you hardly live by their teachings of renunciation and selflessness and you are more like the Christian and Muslim preachers in so far as proselytising is concerned with the sole and significant difference being that you are more vegetarian (read, milder) in your aggressive methods. Your commercial concerns more resemble the western material culture than that of moral and spiritual Asia, though. To accost and heckle people on the streets and to pursue them to their residence and office -- as my father and I have both faced -- is in no way a spiritual practice and this is exactly what you do, offering Life Memberships of ISKCON at an exalted price accompanied by the lure of free stay upto three days in an ISKCON temple anywhere in the world, selling photographs of your deities, books, matchsticks and the like, and that too univited at people's houses, offices and on the streets. You involve Krishna and Chaitanya in this mean monetary game which shames us Indians as a self-respecting, honourable civilisation. This is not going to be of much help eventually in the cause of propagation of Indian spirituality which abjures all such material contamination as characterises much of your movement. That you engage in disciplined chanting of the 'Hare Krishna Mahamantra' is grand, that as foreigners you exhibit such exceptional zeal to propagate Vaishnavism of your kind is also praiseworthy but the methods of accosting and mild heckling that you use to do so is certainly not a practice that may be recommended in decent civil society. May fanaticism give way to reason! May true spirituality emerge from your ranks, bred in renunciation that is shorn of all such material contamination! 


Written by Sugata Bose

SPREAD THE SANATAN DHARMA 


SPREAD THE SANATAN DHARMA 


🕉 ISKCON should concentrate on spreading the Sanatan Dharma among Muslims ☪️ rather than among non-Vaishnav Hindu 🕉 sects. They are doing a fine job among Christians the world over and are trying their level best to make inroads into rigid Islamic societies. How far they will succeed remains to be seen but their efforts thus far are commendable.


The zeal which Ramakrishna Mission has failed to adequately show despite Swami Vivekananda's repeated exhortations to spread out into the world at large with the Word of the Dharma is being shown by ISKCON and it is reaping rich dividends for India. The recognition of the Bhagavad Geeta and the Sanatan 🕉 Dharma has much to do with the path-breaking work of Srila Prabhupada, founder Acharya of ISKCON. Today, Hinduism is a force abroad not because of the feeble preaching of the Vedanta in America in semi-apologetic terms but because ISKCON has, after the ground work done by Swamiji, carried the flag of the Sanatan Dharma throughout the West. The movement whose headquarters are in Mayapur, West Bengal, India, is in truth a global movement unlike Ramakrishna Mission which, despite being an international movement, is not quite that spread out across the globe. However, each is the complement of the other and must wisely work to spiritualise the world with the Vedic vision and its non-conflicting, harmonious way of living. 


ISKCON, despite its pronouncedly exclusive approach to God and Truth which is responsible for its spread as well, is doing so with a single-minded focus and a dedicated missionary zeal, but I am sorry to make this observation that the Ramakrishna Mission is not so zealous about propagation of the Sanatan Dharma. The original impetus given to the movement by Swami Vivekananda, Swami Abhedananda and Swami Nirmalananda has been lost and the Order has lapsed into a comfort zone in preaching and propagating despite the fact that the world is sinking into the quicksand of materialism and toxic religious and political fundamentalism. Perhaps, a new spiritual wave is waiting to rise in India whose current will course through the world as Swamiji had prophesied. 🕉 


Written by Sugata Bose

Thursday 25 November 2021

'TIS FIVE MINUTES TO TWELVE


'TIS FIVE MINUTES TO TWELVE


🕉 On the 13th anniversary of the 26/11 Islamic Jihadi attack on Mumbai I yet again exhort my Facebook friends to spread the virile teachings of Vivekananda. The Vedanta and the message of its foremost messenger need to be propagated with purpose and strength. Stop posting namby-pamby messages of mere morals. Like rapid fire let Vivekananda consume the dross of the world.


Hinduism 🕉 and the Hindus need security in Hindu-majority India as Hindus have become callous about their religion. Hinduism needs to be defended from the attacks of Christian evangelists and Islamic preachers. Both these religions, Christianity ✝️ and Islam ☪️, are exclusive and, hence, viciously proselytising.


Islam rules by numbers and imposes its doctrines wherever Muslims are in majority. Look around the Indian subcontinent, then spread your vision across the Islamic ☪️ world and you will get to see the truth of my statement. Hence, before it is too late, spread Vivekananda. This is the call of the hour. If you do not act now, perhaps, the occasion to respond in defence of the dharma will not come again. Hence, reflect, realise and accordingly act. Spread Swamiji. 🕉


Written by Sugata Bose

A LATTER DAY RESPONSE TO SWAMIJI'S 'PAPER ON HINDUISM' READ OUT BY HIM ON 19 SEPTEMBER, 1893 AT THE CHICAGO WORLD PARLIAMENT OF RELIGIONS ... 3


A LATTER DAY RESPONSE TO SWAMIJI'S 'PAPER ON HINDUISM' READ OUT BY HIM ON 19 SEPTEMBER, 1893 AT THE CHICAGO WORLD PARLIAMENT OF RELIGIONS ... 3


What a sublime summation to this comprehensive essay on the elements and development of the Sanatan Dharma ! It contains the seeds of the future development of religion and is the exhortation to all humanity to grow into a harmonic whole by absorbing from each other complementary elements that will lend wholeness to fractionally developed religions lacking in that universal perspective owing to diverse evolutionary, geographical and cultural constraints. It acknowledges all, rejects none but exhorts man to march on towards a more wholesome, all-embracing vision of truth that shall be the precursor to a secure peace and prosperity on this earth much mauled by the malevolence of maniacal man. This 'Paper on Hinduism' is the Freedom Charter for future man, the Peace Proposal which, if accepted, will usher humanity unto a higher phase of terrestrial evolution. Swamiji is the Rishi for the modern man, the Prophet of future humanity.


Written by Sugata Bose

Wednesday 24 November 2021

সনাতন ধর্ম সহজ করে ... ১


সনাতন ধর্ম সহজ করে ... ১


সনাতন ধর্ম কাকে বলে ? যা চিরন্তন, তাই সনাতন | অর্থাৎ, যে ধর্ম আগে ছিল, আজ আছে, পরেও থাকবে, তাই সনাতন ধর্ম | কিন্তু ধর্ম তো মানুষের তৈরি, তাই না ? তাহলে তা সনাতন হয় কেমন করে ?


ঠিকই বলেছেন | যে ধর্ম মানুষের তৈরি তা কখনই সনাতন হতে পারে না কারণ তার সৃষ্টি, স্থিতি ও বিনাশ আছে | তা প্রকৃত অর্থে অনাদি, অনন্ত, কোনটাই হতে পারে না | এই ধরণের পন্থাগুিকে বলা হয় পৌরুষেয় ধর্ম | কোনও এক পুরুষের দ্বারা এর সূচনা হয়েছে এবং সেই প্রবক্তাপুরুষ এই ধর্মের শ্রদ্ধাভক্তির বিশেষ পাত্র হয়ে থাকেন | যদি কোনওভাবে প্রমাণিত হয়ে যায় যে সে ব্যক্তি ভুঁয়ো, ঐতিহাসিক পুরুষই নন, তাহলে এই সব ধর্মের কেল্লা ফতে হয়ে যায় |


কিন্তু আর এক ধরণের ধর্মও হয় যা কোনও একজন পুরুষের সৃষ্টি নয় অথবা তাঁর বিশেষ ও একক আধ্যাত্মিক দর্শনের ফল নয় | বহু মানুষ যুগে যুগে সাধনার দ্বারা যে সকল আধ্যাত্মিক সত্য আবিষ্কার করেছেন, এই ধর্ম তারই সমাহার, অনেকটা বিজ্ঞানের মত | এই আবিষ্কর্তাদের ঋষি বলে অবিহিত করা হয়েছে | সনাতন ধর্ম এমনই ধর্ম |


সনাতন ধর্ম ব্রহ্মবিজ্ঞান | সনাতন ধর্ম বহু মানুষের সাধনালব্ধ আধ্যাত্মিক সংস্কৃতি, অগণিত ঋষির স্নায়ুতন্ত্রে পরিক্ষিত ও চেতনায় পরিলক্ষিত সত্যপোলব্ধির সমষ্টি | তাই সনাতন ধর্ম অপৌরুষেয় | বিজ্ঞান যেমন বহু গবেষকের আবিষ্কারের ফল ও তা কোনও এক বিশেষ বৈজ্ঞানিকের ঐতিহাসিক অস্তিত্বের ওপর নির্ভরশীল নয়, সনাতন ধর্মও তেমনি কোনও এক বিশেষ ঋষির ঐতিহাসিক অস্তিত্বের ওরর অপেক্ষমান নয় |


বিজ্ঞানের সত্যগুলি প্রাকৃতিক ও তার সত্যতা মানুষের আবিষ্কার, স্মরণ অথবা বিস্মরণের ওপর নির্ভর করে না | অনাবিষ্কৃত প্রাকৃতিক নিয়মগুলি ঠিক তেমনই সত্য যেমন সত্য আবিষ্কৃত নিয়মগুলি | একইভাবে বৈদিক অধ্যাত্ম সত্যগুলিও ঋষির আবিষ্কারের দ্বারা সত্যতা লাভ করে না | তা অনাবিষ্কৃত অবস্থাতেও একইভাবে সত্য | আবিষ্কারে শুধু তার প্রকাশ ঘটেছে মানুষের কাছে, এইমাত্র | এবং যে কোনও যুগে যে কোনও মানুষ সাধনার অনুশাসনগুলি যথাযথভাবে পালন করলেই এই অতিন্দ্রিয় সত্য উপলব্ধি করতে সমর্থ হবেন | যুগে যুগে হয়েওছেন | এ বিষয়ে পবিত্রতা ও মনঃসংযমই মাত্র অপরিহার্য স্নায়বিক বৃত্তি যার দ্বারা যে কেউ এই সত্য লাভ করতে পারেন |


তাই বিশেষ ব্যক্তিত্বের কাছেই ঈশ্বর তাঁর সত্যসমূহ ব্যক্ত করবেন, এমন কথা বৈদিক ধর্ম বলে না | সত্যের প্রশস্ত পথ সকলের জন্য সমানভাবে উন্মুক্ত | অতএব, এহেন সত্য সনাতন ও অপৌরেষয় | এই কারণেই বৈদিক ধর্মকে সনাতন ধর্ম বলে, শব্দগতভাবে যার আধুনিক অপভ্রষ্ট সংস্করণ হল হিন্দু ধর্ম |


লেখক : সুগত বসু (Sugata Bose)

Tuesday 23 November 2021

DANGER AT DRAGON END 


DANGER AT DRAGON END 


Indian children, learn the science of concentration through study, meditation and working to a focus. Upon your diligence today rests the fate of future India.


With a dangerous northern enemy in gargantuan China stretching her ambitions from Ladakh to Arunachal and with her troops well settled in Indian territory in places, we have a handful of problems that could in the not-so-distant future precipitate into our partial loss of independence where we are militarily vulnerable. A disciplined childhood, martial training of the body and the mind, and a thorough knowledge of the nation's military  and political history will help our children to grow up into purposeful patriots instead of debilitated, self-seeking individuals devoid of character and full of the weakening impulses of cinematic and commercial culture. India's sovereignty may be lost otherwise to China at some future date.


Long back Swamiji had prophesied that soon after independence India could lose her independence to China. The 1962 Sino-Indian War was in partial fulfilment of that prophecy. Had it not been for President Kennedy's decision to stall China, the whole of Eastern India right upto Kolkata could have capitulated. That much for Gandhian non-violence and Nehruvuan naivette !


The 1962 Chinese aggression could be tided over with US help but the Chinese aggression is still on. Every passing year they are bit by bit eating into Indian territory and our soldiers are defending our receding borders with exemplary valour while spilling their life's blood to save our sovereignty. The Government is unable to shed hangovers of the past and build up a robust China Policy as they remain engaged in fruitless side issues like Pakistan which today is basically a diversion set up by China and aided by them to keep India in perpetual turmoil as the Chinese prepare for their future larger offensive.


If we only rely on the Armed Forces and the Government -- who we anyhow fully support -- then it will be a job half done. The entire polity must rise up in patient, persevering patriotism and make the country strong in every possible way. There will be obstacles, often insurmountable ones, but collective effort in the long run is bound to pay off.


The media is letting us down. If is sold to the almighty dollar. The industrialists are weakening the moral fibre of the nation through paralysing media advertisements for their products. The film culture in our country is weakening and only good at inducing sensory gratification. Sold to the senses and to money every commercial venture is which is corroding national character and eroding national prospects. The entire polity has lost moral strength and a sense of ethical uprightness. Even monks have lost spiritual stature so much that there aren't too many left who the discerning devotee can look up to. But worst of all are the politicians today. They have become, to quote Swamiji, 'lifeless mockeries' of men, lowly, crass characters who are devoted only to portfolio, power and purse.


The Opposition in Parliament is destructive even as the Treasury Benches are distracted with diverse inconsequential issues, unrelated to national defence. The Armed Forces may valiantly defend our motherland but they work on orders and respond to territorial situations developed through political indiscretion, miscalculation, shortsightedness and sheer lack of credible foreign policy over which they have no control. And in a democracy it ought to be like this but the Defence Ministry must be more responsible and more responsive at least to legitimate defence demands, both in providing the Armed Forces with the latest equipment and weapons, as well as raising their morale by pursuing a foreign policy which is vibrant and does not allow the casual slaughtering of our soldiers by our perfidious enemies across the border.


The national situation is grim and needs short term and long term redressing. Children of India, here you have a part to play. Build yourselves up for national service in youth to lend strength to our motherland and save her sovereignty as a priceless, perennial possession, a gift unto us from the spilled blood of the patriots who had won us freedom and who have thereafter died to preserve it thus far. The future of the country depends on your present. Your daily exertion in education and excellence will make India unshakeably strong. No China will dare threaten us then, no Pakistan turn an evil eye on us.


Written by Sugata Bose

A LATTER DAY RESPONSE TO SWAMIJI'S 'PAPER ON HINDUISM' READ OUT BY HIM ON 19 SEPTEMBER, 1893 AT THE CHICAGO WORLD PARLIAMENT OF RELIGIONS ... 2


A LATTER DAY RESPONSE TO SWAMIJI'S 'PAPER ON HINDUISM' READ OUT BY HIM ON 19 SEPTEMBER, 1893 AT THE CHICAGO WORLD PARLIAMENT OF RELIGIONS ... 2


🕉 Very deep message. Polychromatic white light dispersing in a prism into its monochromatic components. Each observer sees it as bearing a different colour, depending on his location and line of observation. But it is still the same white light streaming through. The fracturing is in the prism owing to its structural character and high refractive index. But the observer is allowed only a partial view of the light source for he cannot in his finite physical frame be omnipresent to be able to simultaneously see all seven coloured components and resolve them by superimposition in his eye into the original white. At best he can get to the source to find out the essential character and colour of the light. He can then proceed to investigate the nature of the dispersing medium, the prism. Once he has made such experiential and investigative moves, he will have known the source truth in monochromatic essence and polychromatic possibility, and also the truth in transit through the intervening optical medium whose refraction makes for the multiplicity. Then his delusions will have been dispelled, his doubts resolved and with clarified vision and understanding he will rest content or be intent on furthering his knowledge about the subject. But his method of garnering facts and comprehending them will ever be rational, evidence-based and amenable to alteration subject to further discovery of contradicting data. This is the scientific method and it ought to apply in religion as well.


Most of the religions of the world including the two major ones, Christianity ✝️ and Islam ☪️, will flounder and fail this test miserably and will grope in foreign philosophy such as the Hindu philosophy or ancient Greek philosophy or even modern European philosophy to seek self-sustenance and support, but like floating straws in the sea, like flying leaves in a cyclone, like spinning sand in a desert storm, they will be blown off by the tidal wave of reason. Only the grand dharma traditions of Indian origin will be able to weather the storm and emerge triumphant in the laboratory of reason. Therein lies the truth of the Sanatan Dharma, therein lies the fearless exhortation of the Rishis to all of humanity to experiment in the laboratory of the mind the principles of the Vedic tradition and find out for themselves the truth or falsity of these.


Hinduism 🕉 stands not on the shifting sand dunes of faith but on the adamantine foundation of reason and realisation. It understands the irrational imperatives of Christianity ✝️ and Islam ☪️ and their doctrinaire impositions in the name of the Divine thereof, and it laughs it all off as so much childish gibberish, so much pretence in toxic truth-thrust and yet so much superficial froth covering the deeper, nobler, essential truths that lie beneath, obscured by obscurantist thinking. 


Hinduism 🕉 comprehends truth both in its relative aspects and in its absolute transcendence. So, it makes allowances for these flawed, fractional religions as paths for certain classes of men who may be temperamentally suited to observing them and gradually advancing to the absolute truth en route to reaching which they will reject the frothy surface and dive deeper to behold the Atman which is the endpoint of all spiritual evolution and is the prime promise of the Vedas to the advancing aspirant. Hinduism 🕉, thus, does not decry any religion but in the larger Vedantic light -- about which these Semitic cults are blissfully and so often painfully unaware of -- declares all religions as imperfect paths to the same end of spiritual perfection. 🕉 


Written by Sugata Bose

THE TALIBAN DEMOTION OF THE BAMIYAN BUDDHAS AND THE AMERICAN DESTRUCTION OF AFGHANISTAN -- A STUDY IN BARBARIC CONTRAST

THE TALIBAN DEMOTION OF THE BAMIYAN BUDDHAS AND THE AMERICAN DESTRUCTION OF AFGHANISTAN -- A STUDY IN BARBARIC CONTRAST


Superb. What a contrasting picture! But a sad one at that because the rubble has been caused by another barbaric, neo-imperial power masquerading as a democratic force and an unholder of human rights.


The United States of America has been the worst violator of human rights in the 20th century and now in the 21st which has dealt this Bamiyan-Buddha-breaking barbaric regime the death-blow apparently by reducing parts of Afghanistan to rubble and, yet, to suit domestic convenience they left her in the hands of the very hoodlums they had fought to deliver retribution for the 9/11 attacks and in consequence save Afghans from medieval Islamic barbarism. 


Cultural desecration and civilisational destruction has been done by Islam for fourteen hundred years and the Western powers have been doing so in the name of modern civilisation for several centuries now. Humanity suffers either way.


The way out, therefore, is the spread of Hindu 🕉 culture throughout the world 🌎 by the powerful propagation of the Sanatan Dharma in all its varied strands and not just the Upanishads alone so that the wide world may appreciate the value and worth of the entire spectrum of the Hindu 🕉 way of living in harmony with all of humanity and sentience. Arnold Toynbee, the great English historian, was of the firm view that future humanity would have to accept the Indian (read Indic) way of living, that of Ramakrishna, Ashoka and Gandhi, if it was to survive.


Written by Sugata Bose

START COUNTER-CONVERSION 


START COUNTER-CONVERSION 


🕉 It is time for Hindus to start converting Muslims to Hinduism just as Muslims convert Hindus to Islam continously. That is the only way we Hindus will not decrease in numbers. Every time a Hindu-Muslim marriage takes place, in almost every case it is the Hindu who is made to convert to Islam and rarely the other way. This is an Islamic scripture-ordained way to increase the fold of Islam and reduce other faiths to lower numbers and thereby to lower status in the world.  After all, 'might is right' and it is the majority who rule eventually by the sheer strength of numbers. 


Sister Nivedita had talked of 'aggressive Hinduism' in the context of the then prevailing colonial-imperial subjugated state of India. Even Swamiji was of the view that Hinduism should go on the offensive if it was to survive as a spiritual force in India and the world. So, it was not something that the Irish disciple of Swamiji had invented as a newly chartered path for future Hinduism. Swamiji often used to say, 'Expansion is life, contraction death.' By that he not only meant spiritual expnasion of the individual aspirant but also collective expansion of the Hindu polity.


One of the reasons Hindus perennially suffer at the hands of Muslims is that the Hindus in being ultra-lileral have lost their distinctive identity as a race. They are taught from childhood that all religions lead to the same goal and that the teachings of all the religions of the world in essence and original intent are the same. This takes the Hindu off-guard where the Muslim or the Christian strikes. Accordingly, when it comes to marriage, the Hindu does not hesitate to convert to Islam to preserve his or her love. The Hindu knows that despite conversion he will be able to pursue his faith in the newly acquired Islamic faith. His idea is that after all all religions speak of the same truth. Indeed, these illusions are soon dispelled as to his horror he discovers the trap that had been laid out for him before marriage into which he has now fallen and there is no way out of it. This is especially more tragic for Hindu girls who in marriage to Muslim men are made to convert to Islam. This is the most ingenious and vicious way of domination over the Hindu womb to curtail Hindu population while using Hindu girls to add to the Muslim population of the world. 


The question arises then as to what may be the solution to this seemingly intractable problem. Certain measures will have to be adopted which will strengthen Hindu solidarity and repulse all proselytising attacks on Hindus by Muslims and Christians. They are being provided below.


1. Hindus 🕉 must study Swami Vivekananda extensively. 


2. They should be made aware of the most fundamental tenets of Islam ☪️.


3. Hindus 🕉 must vow to never convert to Islam or Christianity under whatever conditions or situations they may find themselves in.


4. Everyday Hindus 🕉 must chant the 'Svadesh Mantra' of Swamiji.


5. Hindus 🕉 must be taught to reason and rationalise and be scientific so that irrational propositions of Islam and Christianity may never move them to subscribe to these religions.


6. Hindus must treat each other well and must give up all discriminating caste notions. The whole of Hindu 🕉 society must be one solid mass with variations sure but not divisive differences. Mutual sympathy is the greatest welder of societal solidarity and will keep the Hindu society together. 


7. Gaining in economic strength must not be at the cost of character. Hindus must be taught to value their dharma traditions more and under no circumstance relinquish them to gain economic advantage. Moreover, well-off Hindus 🕉 must practise charity towards economically disadvantaged Hindus so that the latter may not be lured into converting to Christianity ✝️ by economic inducements from the Evangelical Christian clergy.


8. Hindus must all chant the Gayatri Mantra till they have had spiritual initiation from a qualified and spiritually advanced Guru. There must be no brahmanical bar to the Gayatri. It is a Vedic 🕉 mantra for one and all. 


9. Hindu religious institutions must be supported financially and otherwise in their endeavours to vivify Hindu 🕉 society.


10. Sanskrit 🕉 must be introduced into the school curriculum forthwith. Sanskrit colleges and universities must be given abundant government and corporate patronage.


11. Prodigal Hindus 🕉 wishing to return to the Mother Faith from Islam ☪️ or Christianity ✝️ must be embraced with open arms. No expiation need be required of them. Their return to the Sanatan Dharma must be made easy. All facilities must be afforded them and easy station in society made possible so that they experience no difficulty whatsoever in adjusting to the new life-situation. There must be cultural greasing in a manner that no undue friction is faced by them.


12. Hindus must not vote for anti-Hindu political parties. That is the most dangerous thing for the future survival of Hindus in this land which was the birthplace of the Sanatan Dharma 🕉. As it is, Pakistan, the seat of the Indus Valley and the Vedic civilisations, has wiped out Hinduism from its polity. Bangladesh, the seat of Buddhism and Vaishnav Hinduism has almost eliminated Hindu influence en masse. Hence, West Bengal, the Northeast, Kerala and the rest of India right till Jammu and Kashmir must be saved for the Hindus to practise their dharma peacefully.


Upon the survival of Hindus and Hinduism depends the survival of India.🕉


Written by Sugata Bose


P.S. Yes, counter-conversion from Islam ☪️ to the Sanatan Dharma 🕉 will not be easy. It will need systematic preaching of the principles of Hinduism in absolutely simple terms by well-qualified and proficient speakers with abundant spiritual power and force of character. Unfortunately, the present lot of Hindu preachers are largely mercenaries and are doing Hinduism not much good other than holding their flock to them by offering mumbo-jumbo in the name of the dharma. What we need is a dedicated organisation of well-trained speakers who are also spiritually enlivened persons themselves through regular practice of yoga. Then their words will carry weight, their personality draw people to them and their spiritualilty induce others to accepting Hinduism 🕉. There has to be organisation, planning and execution of this grand mission with the broad liberalism of the Vedanta and the fanatical zeal of the proselytising dualist, the twain blended beautifully in a harmonious whole.