Thursday, 16 December 2021

সকলে সোচ্চার হ'ন পশ্চিমবঙ্গের ইসলামীকরণের বিরুদ্ধে 

সকলে সোচ্চার হ'ন পশ্চিমবঙ্গের ইসলামীকরণের বিরুদ্ধে 

---------------------------------------------------


যে যার নিজের প্রোফাইলে লিখুন আমার মত মাঝে মাঝে এই লাউডস্পিকারে উদ্ ঘোষিত উচ্চরব আজ়ানের বিরুদ্ধে | আমাদের সম্মিলিত প্রতিবাদে, প্রচেষ্টায় কাজ হতে পারে, এইমাত্র দুরাশা পোষণ করি |


পশ্চিমবঙ্গ সরকার আমাদের এই বঙ্গদেশকে যদি বাংলাদেশে পরিণত করার প্রয়াস পান, তবে তাঁর যথাযথ প্রতিরোধও পাওয়া উচিত তাঁদের | আমার মত গুটিকতক ভয়হীন ভক্ত যদি এ বিষয়ে সোচ্চার হন, তাও মঙ্গলসূচক | আমাদের অগ্রণী ভূমিকা আর পাঁচজনকে অনুপ্রাণিত করবে আমাদের স্বদেশের সংস্কৃতি, সভ্যতা, শিক্ষা ও সনাতন ধর্মকে রক্ষা করতে | এই কাজে যিনি অগ্রসর হবেন, তিনি বীর, তিনিই বিবেকানন্দ অনুগামী | যাঁরা অচেতনতার কবলে পড়ে অথবা স্নাবয়িক ভয়ে পেছিয়ে থাকবেন, তাঁদের প্রতিও রইল স্বধর্মরক্ষার এই মহাযজ্ঞে অংশগ্রহণের আমন্ত্রণ | 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment