Tuesday, 28 December 2021

হা কৃষ্ণ !


হা কৃষ্ণ !

---------


আরে বাবা, শ্রীকৃষ্ণ কি শুধু বাঁশিই বাজাতেন সারাজীবন ? যুদ্ধ টুদ্ধ করতেন না নাকি ? রাজকার্য, শত্রুনিধন, অসুরবধ ? এসব কি কিছুই করতেন না ? খালি বাঁশি বাজিয়ে বেড়াতেন ? তাঁর চিত্রমাত্রেই বংশিধারী, চক্রধর নয় ? এটা কেমন হল ? এমন যোদ্ধা ও বীরকে কেবল সংগীতশিল্পী বানিয়ে দেওয়া হল ? মানলাম না হয় সংগীতবিদ্যা একটি কলা, চৌঁষট্টি কলার অন্তর্গত অন্যতম একটি কলা | কিন্তু বাকি তেষট্টিটা কলা কি উধাও ? সেগুলোর কি হল ? এটা কি সুবিচার হল ? আমাদের দুর্বলতা তাঁর ওপর আরোপ ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment