Monday, 6 December 2021

জেগে ঘুমোবো | কার কি বলার আছে ? সব ধর্মই সমান | ব্যস্ |





জেগে ঘুমোবো | কার কি বলার আছে ? সব ধর্মই সমান | ব্যস্ |

-----------------------------------------------------


হিন্দু হয়েও ইসলামের apologist হওয়ার এই ভয়ঙ্কর প্রবণতা হিন্দু সমাজকে শেষ করে দিচ্ছে | এত কথা রামকৃষ্ণ মিশনের ভক্তরা ইসলামের সপক্ষে বলেন, তবু পড়ে দেখেন না একবার কুরানটা | শুধু নিজশক্তি সম্বন্ধে সচেতন হলেই জাতির রক্ষা হয় না, শত্রুর শক্তি ও দুর্বলতার সম্বন্ধেও সম্যক জানতে হয় | এই অজ্ঞানতা নিজদুর্বলতারই পরিচায়ক | অতএব, কুরান পড়ুন, জানুন, বুঝুন, তারপর মন্তব্য করবেন | তারপর সর্বধর্মসমন্বয় করে বেড়াবেন | ঠাকুর সত্য কথা বলতে বলেছিলেন, নিন্দা করতে বলেন নি | তাই করুন | নিন্দা ককবেন না কিন্তু অসত্যপ্রচার বন্ধ করুন |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment