Friday, 31 December 2021

বর্ষশেষ | শুভ নববর্ষ !


বর্ষশেষ | শুভ নববর্ষ !

-----------------------


বর্ষ শেষ হতে চলল | কিন্তু এ তো মানুষের তৈরি | আসলে তো এই ব্রহ্মাণ্ডের শুরু থেকেই এক নিরবচ্ছিন্ন কাল অতিবাহিত হয়ে চলেছে যাকে যেমন খুশী বর্ষবিভাজন করে বর্ষ গণনা করা যায় | এই কালের শুরু আছে, বিগ্ ব্যাঙে | শেষ আছে কিনা বলা যাচ্ছে না এখনও |


ফ্রাইডম্যানের তিনটি মডেল আছে |


১) ব্রহ্মাণ্ডের যথেষ্ট পরিমাণ ভর আছে যার ফলে তার মাধ্যাকর্ষণ শক্তি তাকে সম্প্রসারণপর্ব শেষ হলে পর সংকোচনমুখী করবে ও পরিশেষে বিগ্ ক্রাঞ্চ নামক সংঘটনের দ্বারা বিন্দুতে রূপান্তরিত করবে | তার পর হবে আর এক বিগ্ ব্যাঙের মাধ্যমে আর এক ব্রহ্মাণ্ডের সূচনা |


২) ব্রহ্মাণ্ডের যথেষ্ট পরিমাণ ভর না থাকার কারণে তা ক্রমান্বয়ে বিস্তৃত হতেই থাকবে ও পরিশেষে অতি ক্ষীণ, শীতল, মৃত ব্রহ্মাণ্ডে পরিণত হবে | এই বিস্তৃতি অনন্ত কাল চলতেই থাকবে |


৩) ব্রহ্মাণ্ডের ভর ঠিক এমন মাপের রয়েছে যার ফলে ব্রহ্মাণ্ড মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা নির্ধারিত বিস্তৃতির চূড়ান্ত সীমায় দাঁড়িয়ে আর বাড়বেও না, কমবেও না, এক সীমিত, স্থিত, শীতল, মৃতাবস্থা প্রাপ্ত হবে |


পরিক্ষা করে দেখা গেছে যে ব্রহ্মাণ্ডের ভর প্রথম মডেলটিকে অনুসরণ করার জন্য যা প্রয়োজন তার মাত্র ১০ শতাংশ | তাই বিগ্ ক্রাঞ্চ অসম্ভব | কিন্তু বিজ্ঞানের এক মূল তত্ত্ব হল সামঞ্জস্য বা symmetry | এই তত্ত্ব অনুযায়ী বৈজ্ঞানিকদের এই বিশ্বাস যে ব্রহ্মাণ্ডের সংকোচন অনিবার্য কারণ তা সম্প্রসারণেরই বিপরীতগামী ঘটনাপ্রবাহ, দেশকালের পশ্চাদপসরণ, ব্রহ্মাণ্ডের উল্টোরথগমন | কিন্তু ভর যে কম ? তার কি হবে ? মাধ্যাকর্ষণ তো বড়ই দুর্বল ? অতএব ?


অতএব আর কি ? ভর বাড়াও, ব্রহ্মাণ্ডকে স্থুলকায় করো, obese বানাও | দশগুণ মোটা করতে হবে ব্রহ্মাণ্ডকে, তবে বাবু উল্টোমুখো হবেন, নচেৎ নয় | কিন্তু এত খাদ্যরসিক হলেও অন্নব্যাঞ্জণ, ফলমূল, মৎস্যমাংসাদি কোথায় মিলবে ? কেন ? কৃষ্ণকায় বস্তুতে (dark matterএ)?


জ্যোতির্বিদদের মতে সারা ব্রহ্মাণ্ডজুড়ে ছড়িয়ে আছে কৃষ্ণকায় বস্তু (dark matter) যার ভর প্রয়োজনীয় বাকি ৯০ শতাংশের ঘাটতি পূরণ করবে যার ফলে ব্রহ্মাণ্ড বিগ্ ক্রাঞ্চ অভিমুখে যাত্রা করে নিজ সৌন্দর্য ও সামঞ্জস্য রক্ষা করবে |

অতএব, বর্ধন ও সংকোচন, এই দুই বিপরীত বৃত্তি চলতেই থাকবে এ ক্ষেত্রে | ধরা যাক সম্প্রসারণের এক বর্ষ আর উল্টোমুখী সংকোচনের আর এক বর্ষ -- দুইয়ে মিলে শূণ্য |


শুভ নববর্ষ !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment