ধর্ম কেন পালন করতে হয়
ধর্ম কেন পালন করতে হয়
-----------------------------------
জীবনে অনেক সময় পায় মানুষ কিন্তু সদ্ব্যবহার করে না | পরে সায়াহ্নে মতি ফেরে | কিন্তু তখন যে অনেক দেরী হয়ে গেছে | যৌবনে যা ছিল করণীয়, বার্ধক্যে কি তা সমাপন হয় ? হেলায় অবহেলিত যৌবন, কালপ্রবাহে মৃত্যুর করালগ্রাস হতে আর বাঁচাতে পারে না মানুষ নিজেকে |
এমনই জীবনের বিড়ম্বনা যদি না সময়ের কাজ সময়ে করা যায় | এই কর্তব্যপালনের নামই ধর্মপালন | সামান্য ধর্মযোগেও ভীষণের ভয় কাটে, মানুষ স্থিতধী, নির্ভয় হয় |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment