ক'টি প্রণাম ? কোটি প্রণাম |
ক'টি প্রণাম ? কোটি প্রণাম |
-------------------------------------
স্বামীজীর চরণে একটি প্রণামই করব, কোটি প্রণাম নয় | কোটি প্রণামে তো গোটা জীবনটাই চলে যাবে | কোমরেরও দফা রফা হবে | স্বামীজীর বাণী পালন করার আর সময় পাব না | তাই আমি ঠিক করেছি স্বামীজীর সাথে যদি দৈবক্রমে দেখা হয়, তো ওই একটি প্রণামেই ক্ষান্ত হব | আমার এর চেয়ে বেশী ভক্তি নেই, কোমর বাঁকানোর শক্তিও নেই |যাঁদের আছে তাঁরা করতে থাকুন ওই, প্রায় যে শুনি, সেই শত কোটি ভক্তিপূর্ণ প্রণাম | শেষ হলে জানাবেন | তখন স্বামীজীর অসমাপ্ত কাজগুলি করা যাবে নাহয় | ততক্ষণ স্বল্পভক্তিপূর্ণ একটি প্রণামে শক্তিমান, শক্তিমতি যাঁরা, তাঁদের নিয়েই নাহয় স্বামীজীর জাতিগঠনের কাজ চলুক | পরে বীর, বীরাঙ্গনা যাঁরা, তাঁদের শত কোটি প্রণামের ফল দেবেন আমাদের | ততক্ষণ অপেক্ষা করতে হবে বইকি | অবশ্য তাঁরা হয়ত প্রজন্মগত রিলের (generational relay) সাহায্যে তাঁদের ম্যারাথন (marathon) প্রণামপর্ব শেষ করবেন | ততদিন তো আমি বাপু জীবিত থাকব না | তাই ভবিষ্যতের একক প্রণামকারি স্বামীজীর ভক্তদের হাতে এই কাজের ভার দিলাম আজকের এই শুভসন্ধ্যায় |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment